এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের অনশনে বসছেন আন্না হাজারে,জেনে নিন বিস্তারিত

ফের অনশনে বসছেন আন্না হাজারে,জেনে নিন বিস্তারিত


বিজেপি সরকারে দুর্নীতিকে ইস্যু করে গান্ধী জন্ম জয়ন্তীর উপলক্ষ্যে ফের অনশনে বসছেন আন্না হাজারে। লোকপাল বিল নিয়ে বিজেপি সরকারের মিথ্যে প্রতিশ্রুতির পাশাপাশি মোদীজি দেশের কৃষিক্ষেত্রের চাহিদাকে গুরুত্ব দেনন না,এই দাবী তুলে পূর্বে ঘোষণা অনুযায়ী আজ থেকেই (২ অক্টোবর) অনশনে বসছেন গান্ধীবাদী এই সমাজসেবী। রালেগান সিদ্ধিতে আন্দোলনে বসছেন তিনি।

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গিয়েছে, গত সপ্তাহেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে। তিনি লিখেছেন,দেশের মানুষকে নানান প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রের ক্ষমতায় এসেছেন মোদীজি। তাঁর প্রধানমন্ত্রী হওয়ার চার বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পালনের কোনো সদিচ্ছা দেখাননি মোদীজি। তাছাড়া দিল্লির মসনদে বসার পরেও একাধিক কাজ করার কথা দিয়েছেন মোদীজি। কিন্তু এখনো অব্দি লোকপাল বা লোকায়ুক্ত বিলটাই পাস করতে পারেননি বিজেপি সরকার। ২০১১ সালের ১৬ আগষ্ট গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল লোকপাল বিল পাস হওয়ার। এই বিল পাল করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর সেই লোকপাল বিলের কথা কীভাবে ভুলে গেলেন মোদীজি? ভারতের আমজনতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ মোদী সরকারের এবং তাদের চাহিদাগুলো পূরণে আগে সচেষ্ট হওয়া উচিৎ। এমনটাই জানিয়েছেন আন্না হাজারে।

অভিযোগে তিনি আরো জানিয়েছেন,ক্ষমতায় আসার চার বছর কেটে গেলেও এখনও লোকপাল বিলের সংশোধনী পাশ হয়নি। সরকার ইচ্ছে এই ইস্যুটিকে এড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি আন্না হাজারে অভিযোগে এটাও জানান,এ দেশের কৃষকরা তাঁদের উৎপাদন অনুযায়ী পন্যের সঠিক দাম পায় না। কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস ( CACP) নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তর কিন্তু তারা কৃষকদের লাভের দিকে গুরুত্ব দেননা। আজ দেশে কৃষিক্ষেত্রে উৎপাদন এবং মূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই। এ বিষয়টি আগেও বহুবার কেন্দ্রীয় সরকারের নজরে আনা হলেও সরকার কোনো গুরুত্ব দেয়নি,অভিযোগ এই সমাজবাদীর। তাই এবারের অনশনে এই কমিশনকে স্বশাসিত করার দাবীও জানিয়েছেন আন্না হাজারে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য, লোকপাল বিল পাশ নিয়ে এ বছর মার্চেই দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন হাজারে। সেবার প্রধানমন্ত্রীর অনুরোধেই তিনি অনশন তুলে নেন, এই লিখিত প্রতিশ্রুতি পেয়ে যে লোকপাল বিল পাশ নিয়ে সদর্থক পদক্ষেপ নেবেন মোদীজি। কিন্তু সে প্রতিশ্রুতিও অধরাই থেকে গেছে মোদীজির,পূরণ আর হয় নি,অভিযোগ অান্না হাজারের। ওদিকে অভিযোগ গুলোকে ইস্যু করেই বিজেপি আক্রমণে ফের একবার অস্ত্রে শান দিচ্ছে বিরোধী শিবিরগুলো। লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা সুযোগও খোয়াতে চায় না কংগ্রেস,তৃণমূল,সপা,বসপার মতো বিজেপি বিরোধী হেভিওয়েট রাজনৈতিক দলগুলো। বিজপির দুর্নীতিদমনে আন্না হাজারের এই অনশনকে কাজে লাগিয়েই বিরোধীরা প্রচারের ক্ষেত্র প্রস্তুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তীব্র উদ্বেগে মোদীজি-অমিত শাহরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!