এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং পরিষেবায় রদবদল ! নতুন নির্দেশিকা জারি RBI-এর !

গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং পরিষেবায় রদবদল ! নতুন নির্দেশিকা জারি RBI-এর !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ব্যাঙ্ক পরিষেবাকে গ্রাহকদের সুবিধার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে দিল দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে ,  নির্দেশিকা থেকে জানা যায় যে আজ অর্থাৎ 18 এপ্রিল থেকে ব্যাংকের কাজের সময়ের পরিবর্তন ঘটেছে অর্থাৎ গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক খোলার সময়সীমাকে আরও এক ঘণ্টা আগে নিয়ে আসা হয়েছে ।

যেখানে দেখা যেতো সকাল 10 টার সময় থেকে চালু হতো ব্যাঙ্কিং  পরিষেবা । যার পরিবর্তে এখন থেকে ব্যাংক খুলবে সকাল ন’টায় তবে ব্যাংক বন্ধ হবে নির্ধারিত সেই আগের সময়ে অর্থাৎ বিকেল পাঁচটা । RBI-এর এই নতুন নিয়ম SBI সহ 7 টি সরকারি ও 20টি বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানা যায় । এই নতুন নির্দেশিকার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের কাজ করতে সময় পাবেন আরো একঘন্টা অতিরিক্ত অর্থাৎ আরবিআই তার এই নতুন নির্দেশিকার মাধ্যমে  গ্রাহকদের সুবিধার্থে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা গ্রাহকদের জন্য অনেকটাই লাভবান বলে আশাবাদী সকলেই ।

সেইসঙ্গে নির্দেশিকার মাধ্যমে আরো জানা যায় যে এখন থকে চালু হচ্ছে কার্ডবিহীন লেনদেন পরিষেবা । অর্থাৎ এটিএমে টাকা তোলার জন্য এটিএম কার্ডের ব্যবহার করা প্রয়োজন পড়বে না আর । এবার  দেশের সব এটিএম থেকে ডেবিট কার্ড  ছাড়াই তোলা যাবে টাকা। এই নতুন সিস্টেমকে ডিজিটাল অর্থনীতিতে  আরও এক বড় পদক্ষেপ  বলে মনে করছেন গ্রাহকদের একাংশ ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!