এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুর

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি লক্ষীর ভান্ডার প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে প্রবল কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যখন দেশকে আত্মনির্ভর করার সংকল্প নিয়েছেন, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পরনির্ভর বানাতে উদ্যোগ নিয়েছেন। রাজ্য সরকার দেউলিয়া হয়ে পড়েছে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন সকলে। এখন তিনি সেখানে ক্যাটাগরি এনেছেন। সরকারের হাতে যদি টাকা না থাকে, তবে এমনটাই হয়।

আগামী ১৬ ই আগস্ট থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। জানা গেছে এই ফর্মের জন্য কোনরকম অর্থের প্রয়োজন হবেনা। লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নির্বাচনের পূর্বে। এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের হাতে নামমাত্র খরচ তুলে দেয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসে ৩০০০ টাকা করে আর তফশিলি ক্যাটাগরি বা পিছিয়ে পড়া মহিলাদের মাসে ৫০০০ টাকা করে দেওয়া প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকার চাকরি দিতে ব্যর্থ হয়েছে তাই এভাবেই মহিলাদের রোজগারের ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। শুভেন্দু অধিকারী আরও জানালেন যে, রাজ্যের সমস্ত মহিলাদের যদি টাকা দিতে হয় তবে মাসে ১৭০০ কোটি টাকার প্রয়োজন হবে। সেই টাকা কমিয়ে ১৩০০ কোটি টাকাতে এনেছে সরকার। তিনি জানিয়েছেন, রাজ্যে পাঁচ কোটিরও বেশি মহিলা রয়েছেন। কিন্তু সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় মাত্র দুকোটি মহিলা স্থান পেয়েছেন। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, যে সমস্ত মহিলারা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার তাদেরকে বঞ্চিত করবে।

শুভেন্দু অধিকারী আরও জানান যে, ভোটের আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার। সে প্রতিশ্রুতির অবস্থা ৫ ই মের পর থেকে দেখতে হচ্ছে মানুষকে। সামাজিক সুরক্ষা, ন্যূনতম মাসিক আয় প্রকল্পের প্রতিশ্রুতি পূরণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক রাজ্য সরকার। রাজ্যে বেকারত্ব বাড়ছে, শিল্পের কোন গতি নেই, রাজ্য সরকারি কর্মীদের ডিএ পর্যন্ত দেয়া হয় না, আগে বেকারদের মুখে হাসি ফোটান মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!