এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা বৃদ্ধির জন্য মোদী-শাহকে দায়ী করলেন মমতা, বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা!

করোনা বৃদ্ধির জন্য মোদী-শাহকে দায়ী করলেন মমতা, বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মরসুমে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। মিটিং-মিছিল সমস্ত কিছু চলায় অনেকেই করোনা ভাইরাসকে আটকাতে বিধি পালন করছেন না। যার ফলে দ্বিতীয় ধাপের এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে প্রত্যেক মানুষের কাছে টিকা না পৌছনো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে কোনোভাবেই যে তিনি ভোটের মরশুমে তা হতে দেবেন না, তা প্রকাশ্য সভা থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার করোনা ভাইরাস বৃদ্ধির জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বিনামূল্যে সবাইকে করোনার টিকা দিতে চান বলেও মানুষের মন জয়ের চেষ্টা করলেন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটায় বারাসতের সভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দেশে করোনা বেড়েছে। আমি টিকার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলাম। কিন্তু তাও দেওয়া হয়নি। আমি চাই, সবাইকে বিনামূল্যে করোনার টিকা দিতে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, দেশে করোনা বৃদ্ধির জন্য একমাত্র দায়ী কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে তিনি আন্তরিকভাবে কেন্দ্রের কাছে আবেদন করলেও, তা কোনোমতেই শোনা হয়নি বলে অভিযোগ করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে।

পর্যবেক্ষকদের দাবি, ভোটের মরসুমে করোনা ভাইরাস বৃদ্ধি চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মিটিং, মিছিল করার প্রবণতা বাড়লেও ভোট শেষের পর করোনা ভাইরাস চরম আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের মানুষের জীবনের দিকে নজর নেই বলে দাবি করছেন একাংশ।

তাই মানুষের প্রতি যে তিনি যথেষ্ট আন্তরিক এবং করোনা ভাইরাস যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের গা ঢিলেমি মনোভাবের জন্যই বৃদ্ধি পেয়েছে, তা প্রকাশ্য সভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!