এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আসানসোল হাতছাড়া, কেন্দ্রের কোপে বিজেপি রাজ্য নেতৃত্ব? তুঙ্গে আশঙ্কা!

আসানসোল হাতছাড়া, কেন্দ্রের কোপে বিজেপি রাজ্য নেতৃত্ব? তুঙ্গে আশঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2014 সালের পর 2019 সালেও আসানসোল লোকসভা কেন্দ্র দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু উপনির্বাচনে সেই আসানসোল চলে গিয়েছে তৃণমূলের দখলে। অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। আর এই পরিস্থিতিতে বিধানসভায় খারাপ ফলাফল হলেও, লোকসভার উপ-নির্বাচনে কেন এই আসন হাতছাড়া হল, 2024 এর আগে তা চিন্তায় রাখছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে।

ইতিমধ্যেই দলের ভেতরে আওয়াজ উঠতে শুরু করেছে, বর্তমান রাজ্য নেতৃত্ব অপরিণত। তাই তাদেরকে অবিলম্বে সরিয়ে দেওয়া প্রয়োজন। আর এই পরিস্থিতিতে গভীর সমস্যার বিষয়টি উপলব্ধি করে আসানসোলে পরাজিত হওয়ার পরেই বড় পদক্ষেপ নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে।

সূত্রের খবর, আগামী বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে অমিতাভ চক্রবর্তীকে। একাংশ মনে করছেন, আসানসোল হাতছাড়া হওয়ার খেসারত দিতে হতে পারে বর্তমান রাজ্য নেতৃত্বকে। অনেক দিন ধরেই বাংলা নিয়ে বহু আশা রয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্যের ক্ষমতা দখল তাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু একটি লোকসভা যা তাদের দখলে ছিল, এবার সেটাও হাতছাড়া হয়ে যাওয়ার পর কার্যত নড়েচড়ে বসেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।

স্বভাবতই অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে ডেকে কি তাকে ধমক দেবে কেন্দ্রীয় বিজেপি, নাকি সরাসরি বিজেপিতে বড় পরিবর্তন আনার কথা পরিকল্পনায় রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব, তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!