লোকসভা ভোটের আগে এবার দলবদল করলেন পার্থ চট্ট্যোপাধ্যায় কলকাতা রাজ্য January 30, 2019 সামনেই লোকসভা ভোট আর তার আগেই বিজেপির ঘরে ভাঙ্গন ধারালো তৃণমূল। জানা যাচ্ছে রঘুনাথপুর-২-এর বিজেপির ব্লক সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় ও যুব মোর্চার ব্লক সভাপতি চিন্ময় চট্টোপাধ্যায় এবং ব্লক কমিটির সদস্য কিশন বাউরি এদিন তৃণমূলে যোগদান করেন। এদিন পুঞ্চায় তৃণমূলের পার্টি অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও পাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক উমাপদ বাউরি। যদিও এদিন এই নিয়ে বিজেপির দাবি যে, পার্থবাবু, চিন্ময়বাবুকে আগেই বিজেপি দল বিরোধী কাজের অভিযোগে বহিস্কার করেছে। আর তাছাড়া কিশন বাউরি আমাদের দলের কেউ নন। আর তাই কে কোন দলে যোগ দিলো তাতে বিজেপির কেন ক্ষতি হবে না। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, এনারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার সময় এদের অভিযোগ ছিল যে এনারা তৃণমূলের কিছু লোকের প্রতি বিরক্ত হয়েই ডিচেরেছেন। এদিন আবার তৃণমূলে যোগ দিয়ে এনারা জানান যে, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও পরে ভুল বুঝতে পারি, বিজেপির কোনো নীতি আদর্শ নেই, তাই দল ত্যাগ করলাম। আপনার মতামত জানান -