এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটের আগে বড়সড় এই ইস্যুতে অস্বস্তিতে বিজেপি সরকার

লোকসভা ভোটের আগে বড়সড় এই ইস্যুতে অস্বস্তিতে বিজেপি সরকার


দ্বিতীয় ইনিংসে কেন্দ্রের ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির মোদি-শাহ জুটি। আর তাইতো 2019 সালের লোকসভা নির্বাচনের আগে জনসাধারনের মন পেতে একের পর এক কর্মসূচি নিচ্ছেন তারা। কিন্তু সেই কর্মসূচিগুলোই যে গোদের উপর বিষফোঁড়া হয়ে তাঁদের দিকে ধেয়ে আসবে তা বুঝতে পারেননি গেরুয়া শিবিরের অনেক নেতাই।

প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই হিন্দিভাষী রাজ্য হিসেবে পরিচিত রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনে সেখানকার মানুষেরা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর যাকে ঘিরে বিজেপির নেতাদের কপালেও ফুটে উঠেছে চিন্তার ভাঁজ।

আর এই তিন রাজ্যের ক্ষমতা হারিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। কিন্তু এক্ষেত্রে এনআরসি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে প্রবল অস্বস্তিতে পড়তে হচ্ছে অসমের বিজেপি নেতৃত্বকে।

[content_block id=3910

জানা গেছে, এনডিএ জোটের সাথে সরকার গড়লেও এবার সেখান থেকে অসম গণপরিষদ বেরিয়ে এসেছে। এমনকি বিহারের এনডিএ জোটের প্রধান শরিক নীতিশ কুমারের দল সহ আরও দশটি উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক দল একজোট হয়ে গনকনভেনশন করে এই কেন্দ্রের পক্ষ থেকে লাগু হওয়া নাগরিকত্ব বিল মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছে। আর এতেই উভয় সংকটে পড়েছে গেরুয়া শিবির।

কেননা ইতিমধ্যেই এই নাগরিকত্ব বিল লোকসভায় পাস হয়ে গিয়েছে। ফলে তা এখন বাতিল করার কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে এই ভাবে যদি বিজেপির বিরুদ্ধে প্রতিটি দল জোট করতে শুরু করে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে অনেকটাই ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির।

ফলে এখন এই নাগরিকত্ব ইস্যুতে কি করবে বিজেপি তা নিয়ে চিন্তায় রয়েছেন কেন্দ্রের গেরুয়া শিবিরের নেতারা। সব মিলিয়ে এবারে অনেক আশা নিয়ে নাগরিকত্ব আইন আনলেও এবার সেই আইনের জালেই যে গেরুয়া শিবিরের ভোটবাক্স বড়সড় ফাপড়ে পড়তে চলেছে সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!