এখন পড়ছেন
হোম > জাতীয় > শিলিগুড়িতে বিরোধী মমতা, স্বপক্ষে রাজস্থান থেকে তৃনমূল নেত্রীকে কটাক্ষ অমিতের! জোর সোরগোল!

শিলিগুড়িতে বিরোধী মমতা, স্বপক্ষে রাজস্থান থেকে তৃনমূল নেত্রীকে কটাক্ষ অমিতের! জোর সোরগোল!


 

নাগরিকত্ব সংশোধনী আইন যেদিন থেকে লাগু হয়েছে, সেদিন থেকেই তার বিরোধিতায় সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশজুড়ে কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। যা নিঃসন্দেহে বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছিল।

শুক্রবার এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মিছিল করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়ই রাজস্থানের যোধপুর থেকে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

সূত্রের খবর, এদিন নাগরিকত্ব সংশোধনী ইস্যু নিয়ে বিরোধীদের বিরোধিতা সম্পর্কে প্রশ্ন তুলে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছেন। এখানে কোনো অত্যাচার সহ্য করতে হবে না। সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে থাকবেন। মমতাদিদিকে ভয় পাবেন না। গণতন্ত্রে জনতাকে বিভ্রান্ত করা এত সহজ নয়। কাল থেকেই ঘরে ঘরে গিয়ে প্রচার শুরু হবে। আপনাদের ছড়ানো বিভ্রান্তি আমরা দূর করব।” আর এর পরেই নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “রাহুল বাবা, মায়াবতী, মমতাদিদি, কমিউনিস্ট, সব এক জায়গায় জড়ো হয়েছে। আসলে ওরা ভোটব্যাংকের রাজনীতি করতেই সারাদেশে আগুন লাগাচ্ছে।” জানা গেছে, ইতিমধ্যেই এই নাগরিকত্ব আইনের সমর্থনে একটি নম্বর চালু করে সেখানে মিসড কল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

এদিন সেই কথা তুলে ধরে অমিত শাহ বলেন, “ওই নম্বরে মিসড কল দিয়ে মমতাদিদি, রাহুল বাবাদের বুঝিয়ে দিন, দেশের মানুষ কোন দিকে! বারবার বলা হচ্ছে, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কারও থেকে নাগরিকত্ব কাড়া হবে না। তাও বিরোধীরা প্রতিদিন বিভ্রান্তি ছড়াচ্ছে।” আর রাজস্থানের যোধপুরের সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির গলায় এতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

অনেকে বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতার সুরকে সপ্তমে নিয়ে গিয়েছেন। তাই এই পরিস্থিতিতে বারেবারেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাকে কোণঠাসা করার চেষ্টা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!