আজ থেকে আসানসোলে শুরু বিজেপির উচ্চস্তরের দুদিনের সাংগঠনিক বৈঠক, জল্পনা তুঙ্গে বর্ধমান রাজ্য July 23, 2018 আজ থেকে আসানসোলে শুরু হচ্ছে বিজেপির উচ্চস্তরের দুদিনের সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে ঠকতে চলেছেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, সুরেশ পূজারি, রাজ্যস্তরের অন্যতম শীর্ষনেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা। এছাড়াও বৈঠকে ডাক পেয়েছেন বিজেপির প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতিও। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে দুদিনের এই বৈঠকে একাধিক বিষয়ে বড় সিদ্ধান্ত হতে পারে দলীয়স্তরে জানা গেছে। গেরুয়া শিবিরের তরফে সরকারিভাবে জানা গেছে মূলত আগামী দিনের আন্দোলনের রূপরেখা ও সংঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। কিন্তু দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা। এমনকি বেশ কিছু বড়সড় রদবদলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। যা খবর পাওয়া যাচ্ছে, এই বৈঠকে সবথেকে উত্তপ্ত হতে পারে, মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়া কান্ড। এই ঘটনাকে দলীয়স্তরে মোটেই ছোটভাবে দেখা হচ্ছে না। সেদিন আরো বড় দুর্ঘটনা ঘটতেই পারত – আর তাতে অস্বস্তি তীব্রতর হত। এমনিতেই এই ঘটনার পর চাপ বাড়াচ্ছে তৃণমূল, এমনকি একুশের মঞ্চ থেকেও এই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। কিন্তু তার থেকেও বড় কথা, সেদিনের দুর্ঘটনার পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রকাশ্যে একে অপরকে দোষারোপ করা। তা মিডিয়াতে প্রকাশ হয়ে যেতে অস্বস্তি আরো বেড়েছে গেরুয়া শিবিরের। এই বৈঠকে এইসব গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোরও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে বিজেপির অন্দরেই গুঞ্জন রয়েছে। তার উপরে সামনেই আসছে পুজোর মাস যেখানে আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি খুব বেশি দানা বাঁধে না। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করছে কেন্দ্রীয় নেতৃত্ত্ব। সুতরাং, সবদিক সামলে কিভাবে দলীয় সংগঠন মজবুত করা যায় ও কেন্দ্রীয় নেতৃত্ত্বের আস্থা রাখা যায় সেই নিয়েও আলোচনা ও বড়সড় সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে জানা গেছে। সবমিলিয়ে এই দুদিনের বৈঠক ঘিরে বেশ সাজো সাজো রব গেরুয়া শিবিরের অন্দরে। আপনার মতামত জানান -