এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কাবুলে বন্ধ হলো বিমান পরিষেবা, আশঙ্কা বাড়ছে আফগানিস্থানে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে

কাবুলে বন্ধ হলো বিমান পরিষেবা, আশঙ্কা বাড়ছে আফগানিস্থানে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আফগানিস্তান তালিবানের দখলে চলে যাবার পরই প্রাণ বাঁচাতে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। এই কারণে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঢল নামে মানুষের। কোনভাবে বিমানে উঠে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন বহু মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয় বিমানবন্দরে। শুন্যে গুলি চালিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে আমেরিকার সেনা। তবে, এরপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই শেষ পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে বিমানবন্দর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। তাই এয়ার ইন্ডিয়ার দুটি বিমানকে প্রস্তুত করা হলেও এয়ার ইন্ডিয়ার কোন বিমানই এখনও পর্যন্ত কাবুলের উদ্দেশ্যে রওনা দিতে পারেনি। আজ, বেলা বারোটার সময় একটি বিমানের কাবুল যাবার কথা ছিল। কিন্তু তার যাত্রা বাতিল করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান কাবুল থেকে ১২৯ জন যাত্রী নিয়ে দিল্লিতে এসে পৌঁছায়। তারপরে আর কোন বিমান এখনো পর্যন্ত রওনা হতে পারেনি কাবুলের উদ্দেশ্যে।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিমানবন্দরে বিপুল সংখ্যায় মানুষ এসে উপস্থিত হয়েছেন। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর উদ্দেশ্যে বিমানযাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। বিমানযাত্রা বন্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছে কাবুলে থাকা ভারতীয় নাগরিকদের। কিভাবে দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনা যায় ? সে বিষয়ে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!