এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেকের ওপর হামলার ঘটনায় দিনভর টানটান উত্তেজনা ত্রিপুরায়, তীব্র চাপানউতোর তৃণমূল এবং বিজেপির মধ্যে

অভিষেকের ওপর হামলার ঘটনায় দিনভর টানটান উত্তেজনা ত্রিপুরায়, তীব্র চাপানউতোর তৃণমূল এবং বিজেপির মধ্যে


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজকে দিনভর ত্রিপুরার রাজনীতিতে তীব্র উত্তেজনা বজায় রইল। কার্যত ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকদিন যাবত ত্রিপুরায় তৃণমূল নেতা-নেত্রীদের যাতায়াত বেড়েছে। তৃণমূলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তারের কথা বলেছিলেন। আর সেই সূত্রেই ত্রিপুরায় হাজির হয় আইপ্যাক টিম। কিন্তু শুরুতেই আইপ্যাক টিম বিপ্লব দেব সরকারের কাছে জোরদার ধাক্কা খায়। তাঁদেরকে আটক করা হয়। আর তারপরেই তৃণমূলের হেভিওয়েট নেতাদের ভিড় বাড়ে ত্রিপুরায়। ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন এ রাজ্যের যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। আর তারপরেই আজকে ত্রিপুরা পৌঁছালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেখান থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি। কার্যত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা চলে উদয়পুর মাতাবাড়ি এলাকায়। প্রথম থেকেই অবশ্য কালো পতাকা, গো ব্যাক স্লোগান ছিল। এই হামলার ভিডিওটি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করেন আর এই পরিস্থিতির জন্য গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও তুলোধোনা করেছেন অভিষেক। অভিষেক এদিন রীতিমতো ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন তৃণমূল সাংসদ হামলার ঘটনার উল্লেখ করে তেইশে নির্বাচন নিয়ে পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছেন। আগে থেকেই ঠিক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন। সেই অনুযায়ী তিনি রওনা দিলে রাস্তাতেই একাধিক বাধার সম্মুখীন হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেবের সাম্প্রতিক উক্তি ‘অতিথি দেব ভব’ নিয়েও তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে আগরতলায় আজ পড়ুয়াদের অবরোধের মুখেও পড়েন অভিষেক। জানা গেছে, কমলাসাগর বিধানসভা পূর্ব গোপালনগর হাই স্কুলের প্রধান শিক্ষকের বদলীর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে স্কুলের ছাত্র ছাত্রীরা। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের এই অবরোধ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবরোধস্থলে পৌঁছালেও অবরোধ ওঠেনি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই গাড়ি থেকে নেমে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অভূতপূর্বভাবে অবরোধ উঠে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা কার্যত তৃণমুলকেই স্পটলাইটে এনে দিল ত্রিপুরায়। এই পরিস্থিতিতে তৃণমূল যে ব্যাপকভাবে লড়াইতে নামছে, এটা স্পষ্ট হয়ে গেছে খেলা হবে স্লোগানের মধ্যে দিয়ে। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় সুর চড়াচ্ছে এবার তৃণমূল। অন্যদিকে আজকের ঘটনা থেকে পরিষ্কার ত্রিপুরায় বিজেপি এত সহজে তৃণমূলকে জায়গা ছেড়ে দেবে না। গেরুয়া শিবির কিভাবে তৃণমূলকে পাল্টা দেয়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!