এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজনৈতিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে, ইডির কাছে আরও সময় চাইলেন মুকুল রায়

রাজনৈতিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে, ইডির কাছে আরও সময় চাইলেন মুকুল রায়


নারদ কাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল মুকুল রায়ের।কিন্তু তিনি আজ ইডির কাছে একটি চিঠি পাঠিয়ে জানান তিনি এক রাজনৈতিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে, আরো অন্তত সাত দিন সময় চায় তাঁর ইডির মুখোমুখি হতে।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত শনিবার রাত্রেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মুকুল বাবুকে ফোন করে জানিয়েছিলেন যে ৭২ ঘন্টার মধ্যেই তাঁকে বিজেপিতে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় মুকুলবাবুকে আরো কিছুদিন দিল্লিতে থেকে যেতে বলেছেন।শোনা যাচ্ছে গুজরাট ও হিমাচল প্রদেশের ভোট নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব খুবই ব্যস্ত, তাই মুকুলবাবুর যোগদান প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আর তাই এইমুহূর্তে কলকাতায় ফিরতে পারছেন না তৃণমূলত্যাগী এই দাপুটে নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!