মুকুল রায় প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ, জল্পনা আরো বাড়ল বিশেষ খবর রাজ্য October 29, 2017 মুকুল রায়ের বিজেপিতে যোগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখনই সেই প্রসঙ্গে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যা থেকে আবারো স্পষ্ট, তিনি মনেপ্রাণে চাইছেন মুকুলবাবু সরাসরি বিজেপিতেই যোগ দিন। একথাও স্পষ্ট হয়ে গেল বিজেপিরই অন্দরে কিছু জন চাইছেন না মুকুল বাবু বিজেপিতে আসুন, অর্থাৎ প্রকারন্তরে সেই গোষ্ঠীদ্বন্দ্বের পুরোনো তত্ত্ব। রবিবার শিলিগুড়িতে বিজেপি-র উত্তরবঙ্গের সব জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন দিলীপ ঘোষ, যেখানে ছিলেন বিজেপির সর্ব ভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ জিও। তাঁকে পাশে নিয়েই পরে দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের দলেও অন্য ফ্যাক্টর নিয়ে রাজনীতি করতে আসা কিছু লোক রয়েছে। তারাই মুকুল রায়ের আসা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন। মুকুলদা এলে ভালই হবে। অর্থাৎ এরপর মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পথ আরো প্রশস্ত হল বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা। আপনার মতামত জানান -