এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয়র বার্তায় নতুন করে জল্পনা মুকুল রায়কে ঘিরে

অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয়র বার্তায় নতুন করে জল্পনা মুকুল রায়কে ঘিরে


তৃণমূল কংগ্রেস ত্যাগের পর কি হতে চলেছে মুকুল রায়ের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ, এটিই এখন বঙ্গ রাজনীতিতে ‘হট টপিক’, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী মুকুলবাবু নিজে যোগ দিতে চান বিজেপিতে। গতকাল সকাল থেকেই বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করতে থাকে বিকেলের মধ্যেই মুকুলবাবুর বিজেপিতে যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ মুকুলশিবির, বলে খবর। এমনকি বঙ্গ বিজেপির একটা বড় অংশও এতে প্রচন্ড ক্ষুব্ধ, তাঁদের দাবি মুকুলবাবুর মত ‘বড়মাপের’ নেতাকে নিতে এতো গড়িমসি হওয়ায় অন্যদল থেকে যাঁরা বিজেপিতে আসতে চান, তাঁরা এরফলে দ্বিধায় ভুগতে বাধ্য।
আর এই ক্ষোভের আঁচ পৌঁছেছে অমিত শাহের কাছেও।আর তাই অমিত শাহ খোদ নেমেছেন আসরে, একটি বাংলা ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী অমিত শাহ নিজে ফোন করেছেন মুকুল রায়কে গতকাল রাত্রে। সেই ফোনে তিনি নিশ্চিত করেছেন ৭২ ঘন্টার মধ্যেই তাঁর বিজেপিতে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মুকুলবাবুকে আন্তরিকভবাবে দলে চান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় নিজেও, তিনিও সাংবাদিকদের কাছে এই প্রসঙ্গে যা বলেছেন তাতে ঘুরিয়ে দাঁড়ায় মুকুলবাবুকে দলে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর এই খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, কখন কিভাবে মুকুল রায় বিজেপিতে যোগ দিচ্ছেন, আর যোগ দেওয়ার পর তিনি বিজেপির তরফে কোন পদ পান। তবে রাজনীতিতে কোনো কিছুই অবশ্যম্ভাবী নয়, আর তাই যতক্ষন না সরকারি ঘোষণা কিছু হচ্ছে এই জল্পনার ফানুস উড়বেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!