এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি বিধায়কের মৃত্যুতে কৈলাস সিবিআইয়ের চাপ বাড়াতেই পাল্টা প্রতি আক্রমণে দু-দুজন তৃণমূল মন্ত্রী

বিজেপি বিধায়কের মৃত্যুতে কৈলাস সিবিআইয়ের চাপ বাড়াতেই পাল্টা প্রতি আক্রমণে দু-দুজন তৃণমূল মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। যে ঘটনার পর এই বিষয় নিয়ে তীব্র চর্চা শুরু হয় গোটা রাজ্যজুড়ে। দেবেন্দ্রনাথবাবু আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে! তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা ঘটনায় সিআইডি তদন্তের আশ্বাস দেওয়া হলেও, বিজেপির পক্ষ থেকে এই গোটা বিষয়ে আপত্তি করা হয়েছিল। তবে এবার দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর জন্য তার স্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের আশ্বাস দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

সূত্রের খবর, শনিবার দুপুরে হেমতাবাদের বালিয়া এলাকায় প্রয়াত বিধায়কের বাড়িতে যান হেভিওয়েট এই বিজেপি নেতা। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু সহ অন্যান্যরা। আর সেখানে গিয়েই প্রয়াত বিধায়কের মৃত্যুর জন্য সিআইডি তদন্তের আশ্বাস দেন কৈলাস বিজয়বর্গীয়।

তিনি বলেন, “বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে দেবেনদার খুনির অপরাধীদের গ্রেপ্তার করা হবে। অপরাধীদের আড়াল করার অভিযোগে সেই সময় পুলিশ সুপারের হাতেও হাতকড়া পড়বে। সুশান্ত সিং রাজপুত বলিউডের অভিনেতা হলে দেবেনদা জননেতা। সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে দেবেনদার মৃত্যুর ঘটনাতেও হবে। বিজেপি সিবিআই তদন্তের দাবিতে লড়াই জারি রাখবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি 2021 সালের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানো হবে বলেও জানিয়ে দেন কৈলাস বিজয়বর্গীয়। এদিকে গোটা ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “মানুষের প্রতি আস্থা নেই বলে সারাদেশে ছলে-বলে-কৌশলে ওরা ক্ষমতা পেতে চাইছে। কিন্তু এই মাটি দুর্জয় ঘাঁটি রাজনৈতিক দুর্বৃত্তদের তা জানা উচিত। রাষ্ট্রপতি শাসন করে দেখুন না।”

অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই গোটা ঘটনায় তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ জানানো হলেও, পাল্টা তার চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরোধিতার সুর চওড়া করা হল। তবে প্রয়াত বিধায়কের মৃত্যুর ঘটনা নিয়ে যেভাবে বিজেপি রাস্তায় নামল, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম থেকেই এই বিজেপি বিধায়কের মৃত্যু সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে গেরুয়া শিবির। কিন্তু শাসক দলের পক্ষ থেকে সিআইডি তদন্তের উপর ভরসা করা হচ্ছে। এমত পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে কৈলাস বিজয়বর্গীয় বিধায়কের বাড়িতে গিয়ে তার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আশ্বাস দেওয়ায় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!