এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাতভর ভয়ঙ্কর বোমাবাজিতে ভয়ে কাঁপছেন প্রভাবশালী তৃণমূল নেতা! অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে!

রাতভর ভয়ঙ্কর বোমাবাজিতে ভয়ে কাঁপছেন প্রভাবশালী তৃণমূল নেতা! অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন দলগুলোর মধ্যে যেমন সদস্য সংগ্রহের প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, তেমনি দলগুলোর মধ্যে বারবার দেখা দিচ্ছে পারস্পরিক সংঘাত, সংঘর্ষ, বোমাবাজি, খুনোখুনি, যা সম্প্রতি প্রবল আকার ধারণ করছে। সংবাদপত্রের পাতায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসছে। গতকাল সারা রাত ধরে বোমাবাজি চললো উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা এলাকায়। গতকাল মাঝরাতে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লক এর হাজিপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক তৃণমূল সদস্য মোঃ কামাল উদ্দিন মন্ডলের বাড়িতে, পরে বেশ কিছু দোকান লক্ষ্য করে চলে বোমাবাজি।

স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত তিনটার দিকে দেগঙ্গা ব্লক এর হাজিপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক তৃণমূল সদস্য মোঃ কামাল উদ্দিন মন্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে কিছু দুষ্কৃতী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তার বাড়িতে মাত্র ১০ দিন বয়সের একটি শিশু আছে বোমার বিকট শব্দে শিশুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে, শিশুর জন্য আতঙ্কগ্রস্ত হয়ে শেষপর্যন্ত অসুস্থ হয়ে পড়ে তার মা। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে।

কামালুদ্দিনের বাড়িতে বোমাবর্ষণের পর হাজীপুর গ্রামের বেশ কিছু দোকানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। গতকাল ভোর চারটা পর্যন্ত এই মহা তান্ডব চলে। শেষপর্যন্ত পুলিশ এলে ঘটনা নিয়ন্ত্রণে আসে। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার জন্য হাজিপুর পঞ্চায়েত পঞ্চায়েত তৃণমূল সদস্য কামালউদ্দিন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কে দায়ী করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে কংগ্রেস জড়িয়ে। তাদের আশ্রিত দুষ্কৃতীরাই এই কান্ড করেছে। এই প্রসঙ্গে দেগঙ্গা থানায় তিনি কংগ্রেসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় সমগ্র হাজিপুর এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়।রাট চারটায় পুলিশের সহায়তায় পরিস্তিতি নিয়ন্ত্রণে এলেও, এলাকার স্বাভাবিক জনজীবন এখনও অনেকটাই ব্যাহত, থমথমে এই এলাকার পরিবেশ। কামাল হোসেনের বাড়িতে বোমাবাজি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হাড়োয়া-বেড়াচাপা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কাঠের গুড়ি ফেলে দিয়ে রাস্তা অবরোধ করেন তারা। কয়েকঘন্টা টানা অবরোধ চলছে।

শেষপযন্ত পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয় মানুষের তুলে নেয় অবরোধ। স্থানীয় তৃণমূল পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেস এর এই দুস্কৃতিকারীরা এর পূর্বেও কামালুদ্দিনের বাড়িতে বোমা বর্ষণ করেছিল। তাদের দাবি, এই দুষ্কর্ম সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে চেনেন কামাল উদ্দিন। তিনি তাদের সনাক্ত করতে সক্ষম বলেও তারা জানিয়েছেন। পুলিশের কাছে তিনি আবেদন জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!