এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এক্সিট পোল ২০১৯ – বাংলার ৮ বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল দেখে নিন একনজরে

এক্সিট পোল ২০১৯ – বাংলার ৮ বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল দেখে নিন একনজরে


দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের সাথেই হয়ে গেল রাজ্যের ৮ টি বিধানসভার উপনির্বাচন। এর মধ্যে দুটি আসন দুই বিধায়কের মৃত্যুর জন্য ও বাকি ৬ টি আসন দল ছেড়ে লোকসভা নির্বাচনে অন্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের জন্য বিধানসভা আসনটি শূন্য হওয়ার জন্য এই উপনির্বাচন হয়। আমরা লোকসভা নির্বাচনের এক্সিট পোল ও আগামীকালের রেসাল্ট নিয়ে আমাদের ওয়ার রুম তৈরিতে অত্যন্ত ব্যস্ত। তার মাঝেও পাঠক বন্ধুদের অনুরোধে এই আটটি বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল তুলে আনার চেষ্টা করলাম। আমাদের করা সমীক্ষা অনুযায়ী এই ৮ বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. দার্জিলিং –
জয়ী হতে পারেন – বিনয় তামাং (তৃণমূল সমর্থিত নির্দল)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – নীরজ তামাং (বিজেপি)
জয়ের ব্যবধান হতে পারে – ১৪,০০০ – ১৯,০০০

২. ইসলামপুর –
জয়ী হতে পারেন – সৌম্যরূপ মন্ডল (বিজেপি)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – আব্দুল করিম চৌধুরী (তৃণমূল)
জয়ের ব্যবধান হতে পারে – ৪,০০০ – ৮,০০০

৩. হাবিবপুর –
জয়ী হতে পারেন – জুয়েল মুর্মু (বিজেপি)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – অমল কিস্কু (তৃণমূল)
জয়ের ব্যবধান হতে পারে – ১২,০০০ – ১৬,০০০

৪. কান্দি –
জয়ী হতে পারেন – গৌতম রায় (তৃণমূল)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – শফিউল আলম খান (কংগ্রেস)
জয়ের ব্যবধান হতে পারে – ৬,০০০ – ১০,০০০

৫. নওদা –
জয়ী হতে পারেন – মমতাজ বেগম (তৃণমূল)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – সুনীল মন্ডল (কংগ্রেস)
জয়ের ব্যবধান হতে পারে – ১০,০০০ – ১৫,০০০

৬. কৃষ্ণগঞ্জ –
জয়ী হতে পারেন – প্রমথ রঞ্জন বোস (তৃণমূল)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – আশিস বিশ্বাস (বিজেপি)
জয়ের ব্যবধান হতে পারে – ৬,০০০ – ১০,০০০

৭. ভাটপাড়া –
জয়ী হতে পারেন – পবন সিং (বিজেপি)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – মদন মিত্র (তৃণমূল)
জয়ের ব্যবধান হতে পারে – ৫০,০০০ – ৬০,০০০

৮. উলুবেড়িয়া পূর্ব –
জয়ী হতে পারেন – ইদ্রিশ আলি (তৃণমূল)
নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারেন – প্রত্যুষ মন্ডল (বিজেপি)
জয়ের ব্যবধান হতে পারে – ৭,০০০ – ১১,০০০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!