এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটগণনা প্রক্রিয়া নিয়ে বিরোধীদের বড় ধাক্কা দিলো কমিশন

ভোটগণনা প্রক্রিয়া নিয়ে বিরোধীদের বড় ধাক্কা দিলো কমিশন

ভোটগণনা প্রক্রিয়ায় VVPAT স্লিপ গোনা সংক্রান্ত দাবি নিয়ে ধাক্কা খেল NDA বিরোধী 22টি দল। বিরোধী দলগুলি কমিশনের কাছে দাবি তুলেছিল যে, প্রতিটি VVPAT স্লিপের তথ্য EVM-এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কিন্তু VVPAT স্লিপ পর্যালোচনা করতে হলে ফল প্রকাশে অনেক দেরি হবে পাল্টা বিরোধীদের দাবিকে নস্যাৎ করে দিয়েছিলো কমিশন। স্লিপ গোনা হবে । এবং তা হবে EVM গণনা শেষ হলে ।

কিন্তু নিজেদের দাবিতে অনড় থেকে সুপ্রিম কোর্টে মামলা করে বিরোধীরা। সুপ্রিম কোর্ট এর পরিপ্রেক্ষিতে জানিয়ে ছিল যে, বিরোধীদের দাবিকে মান্যতা দেওয়া সম্ভব নয়। সাথেই নির্বাচন কমিশনকে নির্দেশ দেন যে, , প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপের সঙ্গে EVM মিলিয়ে দেখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পর ফের গণনাকেন্দ্রে সবার আগে লটারির ভিত্তিতে চিহ্নিত VVPAT-র সঙ্গে EVM-র ভোট মিলিয়ে দেখতে হবে এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। তার পরই আজ নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভোটগণনায় আর কোনও পরিবর্তন করা এখন আর সম্ভব নয়। কমিশন সূত্রে জানানো হয়েছে, একটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা প্রতি পাঁচটি বুথের VVPAT স্লিপ গোনা হবে EVM গণনা শেষ হলে। ফলে বিরোধীদের জন্য বড়সড় ধাক্কা বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!