এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার রায় ২০১৯ – কি ঘটছে বাংলার ৪২ লোকসভা আসনে? লাইভ আপডেট সকাল ৮:০০ টা

বাংলার রায় ২০১৯ – কি ঘটছে বাংলার ৪২ লোকসভা আসনে? লাইভ আপডেট সকাল ৮:০০ টা


আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। ভোটগণনা শুরুর আগে একনজরে দেখে নিন আমাদের করা এক্সিট পোল অনুযায়ী কোন আসনের সাম্ভাব্য ফলাফল কি হতে পারে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা আসন –
তৃণমূল – ১৮
বিজেপি – ১৯
বামফ্রন্ট – ১
কংগ্রেস – ৪
অন্যান্য – ০

১. কুচবিহার – বিজেপি ৪৫-৬৫ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
২. আলিপুরদুয়ার – বিজেপি ৪০-৬০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৩. জলপাইগুড়ি – তৃণমূল ৪০-৬০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৪. দার্জিলিং – বিজেপি ৩৫-৫৫ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৫. রায়গঞ্জ – কংগ্রেস ১৫-৩৫ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৬. বালুরঘাট – বিজেপি ০.৮০-১ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
৭. মালদা-উত্তর – বিজেপি ৬০-৮০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে

৮. মালদা-দক্ষিণ – কংগ্রেস ১-১.২ লক্ষ ভোটে বিজেপিকে হারাতে পারে
৯. জঙ্গিপুর – কংগ্রেস ৪০-৬০ হাজার ভোটে বামফ্রন্টকে হারাতে পারে
১০. বহরমপুর – কংগ্রেস ১.৩-১.৫ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
১১. মুর্শিদাবাদ – তৃণমূল ৫-২৫ হাজার ভোটে বামফ্রন্টকে হারাতে পারে
১২. কৃষ্ণনগর – বিজেপি ৩০-৫০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
১৩. রানাঘাট – বিজেপি ৬০-৮০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
১৪. বনগাঁ – বিজেপি ৫০-৭০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে

১৫. ব্যারাকপুর – বিজেপি ০.৮০-১ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
১৬. দমদম – বিজেপি ১০-৩০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
১৭. বারাসত – তৃণমূল ৫০-৭০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
১৮. বসিরহাট – বিজেপি ৩০-৫০ হাজার ভোটে বামফ্রন্টকে হারাতে পারে
১৯. জয়নগর – তৃণমূল ৬০-৮০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২০. মথুরাপুর – তৃণমূল ৪০-৬০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২১. ডায়মন্ড হারবার – তৃণমূল ১০-৩০ হাজার ভোটে বামফ্রন্টকে হারাতে পারে

২২. যাদবপুর – বামফ্রন্ট ০.৮০-১ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
২৩. কলকাতা দক্ষিণ – তৃণমূল ১০-৩০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২৪. কলকাতা উত্তর – বিজেপি ৫০-৭০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
২৫. হাওড়া – তৃণমূল ৫-২৫ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২৬. উলুবেড়িয়া – তৃণমূল ৬০-৮০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২৭. শ্রীরামপুর – তৃণমূল ১০-৩০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২৮. হুগলি – বিজেপি ৫০-৭০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে

২৯. আরামবাগ – তৃণমূল ১.৪-১.৬ লক্ষ ভোটে বিজেপিকে হারাতে পারে
৩০. তমলুক – তৃণমূল ৭০-৯০ ভোটে বামফ্রন্টকে হারাতে পারে
৩১. কাঁথি – তৃণমূল ০.৯০-১.১ লক্ষ ভোটে বিজেপিকে হারাতে পারে
৩২. ঘাটাল – তৃণমূল ৫০-৭০ ভোটে বিজেপিকে হারাতে পারে
৩৩. ঝাড়গ্রাম – বিজেপি ১.৮-২ লক্ষ ভোটে বামফ্রন্টকে হারাতে পারে
৩৪. মেদিনীপুর – বিজেপি ০.৮০-১ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
৩৫. পুরুলিয়া – বিজেপি ৭৫-৯৫ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে

৩৬. বাঁকুড়া – তৃণমূল ১০-৩০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৩৭. বিষ্ণুপুর – বিজেপি ৫০-৭০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৩৮. বর্ধমান-পূর্ব – তৃণমূল ৪০-৬০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৩৯. বর্ধমান-দুর্গাপুর – তৃণমূল ২০-৪০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৪০. আসানসোল – বিজেপি ১.৯-২.১ লক্ষ ভোটে তৃণমূলকে হারাতে পারে
৪১. বোলপুর – তৃণমূল ০.৯০-১.১ লক্ষ ভোটে বিজেপিকে হারাতে পারে
৪২. বীরভূম – বিজেপি ৪০-৬০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে

বিধানসভা উপনির্বাচন –
১. দার্জিলিং – তৃণমূল সমর্থিত নির্দল ১৪-১৯ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
২. ইসলামপুর – বিজেপি ৪-৮ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৩. হাবিবপুর – বিজেপি ১২-১৬ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৪. কান্দি – তৃণমূল ৬-১০ হাজার ভোটে কংগ্রেসকে হারাতে পারে
৫. নওদা – তৃণমূল ১০-১৫ হাজার ভোটে কংগ্রেসকে হারাতে পারে
৬. কৃষ্ণগঞ্জ – তৃণমূল ৬-১০ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে
৭. ভাটপাড়া – বিজেপি ৫০-৬০ হাজার ভোটে তৃণমূলকে হারাতে পারে
৮. উলুবেড়িয়া পূর্ব – তৃণমূল ৭-১১ হাজার ভোটে বিজেপিকে হারাতে পারে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!