এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান, আজ এক মঞ্চে দেখা যাবে না মোদী-মমতাকে? জল্পনা তুঙ্গে!

আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান, আজ এক মঞ্চে দেখা যাবে না মোদী-মমতাকে? জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, ততই তাদের মধ্যে তিক্ত সম্পর্ক বৃদ্ধি পেতে শুরু করেছে। কিছুদিন আগেই নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক মঞ্চে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে সেই মঞ্চে “জয় শ্রীরাম” ধ্বনি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। যার ফলে এই দুই হেভিওয়েট রাজনীতিবিদদের মধ্যে দূরত্ব আরও বাড়তে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যেখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেডের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, আমন্ত্রণ পেলেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই ঠিক কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না! এখন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যপাল জাগদীপ ধনকার, সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক তাপসী মন্ডল সহ নানা জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেই খবর। কিন্তু প্রশাসনিক পরিমণ্ডলকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই মনে করা হয়েছিল। তবে শেষপর্যন্ত হলদিয়ার অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে না নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শেষবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওঠার সময় “জয় শ্রীরাম” ধ্বনির সম্মুখীন হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মঞ্চে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে নিজের বক্তব্য বয়কট করে এই ব্যাপারে প্রতিবাদ জানান তিনি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর দুই সরকারের প্রধানের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত না থেকে নিজের প্রতিবাদী ভাবমূর্তি বোঝানোর চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে একাংশ আবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই অনুষ্ঠানে উপস্থিত না থাকেন, তাহলে তাতে অন্য বার্তা চলে যেতে পারে। কেননা এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে বিজেপিকে কুপোকাত করতে চাইছে। সেদিক থেকে প্রধানমন্ত্রী দেশে প্রভূত উন্নয়নের কর্মসূচি করা সত্ত্বেও, কেন সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেন না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করবে।

যার ফলে রাজনৈতিক কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে আগে বলে দাবি করতে শুরু করবে বিরোধীরা। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিতর্ক ক্রমশ বাড়তে পারে। তবে ঠিক কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই হলদিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন, তার সুনির্দিষ্ট কারণ অবশ্য জানা যায়নি। তবে শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!