এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘কাটমানি’ ইস্যুতে নতুন করে ভোটের আগে ঘুম উড়বে তৃণমূলের? হাতেনাতে ধরা পড়লেন প্রভাবশালী নেতা

‘কাটমানি’ ইস্যুতে নতুন করে ভোটের আগে ঘুম উড়বে তৃণমূলের? হাতেনাতে ধরা পড়লেন প্রভাবশালী নেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এরআগে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বারবার সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। সেখানে পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে যে অর্থ সাহায্য করেছিল, সেই টাকা পাইয়ে দেওয়ার নামেও টাকা নেওয়ার খবর এসেছিল। যদিও সেক্ষেত্রে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে বিরোধীরা তাদের নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা চলেছিল।

তবে এবার আবারো ‘কাটমানি’ নিয়ে নতুন করে ভোটের আগে ঘুম উড়বে তৃণমূলের। তবে এবারের বিষয় হল আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়া। জানা গেছে, এই প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। হতদরিদ্র এক গৃহপরিচারিকার কাছে এমন প্রস্তাবই দিয়েছিলেন স্বঘোষিত ওই তৃণমূল নেতা।

আপনার মতামত জানান -

শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায়। যে ঘটনা জানাজানি হওয়ার পর, ওই নেতাকে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধারের পর তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নং ওয়ার্ডের শক্তিনগরে প্রাক্তন কাউন্সিলর সিদ্ধার্থ সরকারের অনুগামী তথা স্থানীয় বাসিন্দা।

তাঁর নাম বাদল ব্যাপারী। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার আওতায় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে, বাদলের অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিচারিকা। অন্যদিকে, এই বিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সিদ্ধার্থ সরকারের দাবি করেছেন, অভিযুক্ত আবাস যোজনায় টাকা নিয়েছেন কি না, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে এই ঘটনা সত্যি হয়ে থাকলে দল তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, প্রাক্তন সিপিএম কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাসের বলেন যে, “রাজ্য জুড়ে এ ভাবেই কাটমানি নিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। আর দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সব করে কাটমানি খাওয়ার রাস্তা আরও সহজ করছেন মুখ্যমন্ত্রী।” যদিও শক্তিনগরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য এলাকার বাসিন্দা তথা গৃহপরিচারিকা শ্যামলী হালদারের কাছ থেকে ওই ব্যক্তি টাকা চেয়েছিলেন।

সেই সুবাদে ওই পরিচারিকা অভিযুক্তের কাছে গৃহ নির্মাণের যাবতীয় নথিপত্র জমা দিয়েছিলেন। তবে তাঁর কাছ থেকে তবুও টাকা দাবি করা হয়। শুক্রবার ওই পরিচারিকা বাদলকে সেই টাকা দিতে যান। তবে স্থানীয় ক্লাব তথা পাড়ার লোকজন বিষয়টি জেনে ফেলেন।

এরপরই টাকা নেওয়ার সময় বাদলের বাড়ি যান তাঁরা। এরপর তাঁরাই বাদলকে হাতেনাতে ধরে ফেলেন। তারপর তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন বলে জানা গেছে। সেই সঙ্গে অশোকনগর থানায় খবর দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!