এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ ছত্রধরের ‘বৈঠক’ ঘিরে শুরু তুমুল জল্পনা

হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ ছত্রধরের ‘বৈঠক’ ঘিরে শুরু তুমুল জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় জঙ্গলমহলের বেতাজ বাদশা ছিলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। তবে, দীর্ঘ সময় তিনি জঙ্গলমহলের বাইরে ছিলেন, জেলও খেটেছেন একসময়। এখন তিনি আছেন তৃণমূল দলে। জঙ্গলমহলে তাঁর প্রভাবকে কাজে লাগাতে তৃণমূল তাঁকে দলের বড় পদ দিয়েছে। এবার ছত্রধর মাহাতোর সঙ্গে পাশাপাশি বসে কথা বলতে দেখা গেল বিজেপি নেতা পশুপতি দেব সিংহকে। তবে, পশুপতি দেব সিংহ ও ছত্রধর মাহাতোর মধ্যে কী আলোচনা হয়েছে? তা অবশ্য জানা যায়নি এখনো। কিন্তু তাদের এই আলোচনাকে ঘিরে যথেষ্ট রকম জল্পনা শুরু হলো।

গত বুধবার ছত্রধর মাহাতোর সঙ্গে বিজেপি নেতা পশুপতি দেব সিংহকে মঞ্চে পাশাপাশি বসে কথা বলতে দেখা গিয়েছিল। পরে কুড়মি সংগঠনের জনৈক নেতার বাড়িতেও অনেক্ষন আলোচনা চললো এই দুই দলের নেতার। তবে, তাঁদের মধ্যে কি আলোচনা হল? তা তাঁরা স্পষ্টভাবে জানান নি। তবে, বিষয়টি নিয়ে জল্পনা বাড়ছে দলের কর্মীদের মধ্যে।

প্রসঙ্গত, বিজেপি নেতা পশুপতি দেব সিংহ হলেন বিজেপির ওবিসি মোর্চার ঝাড়গাম জেলা সম্পাদক ও সেইসঙ্গে শালবনি বিধানসভা কেন্দ্রের বিজেপির সামাজিক সম্পর্ক বজায় রাখার দায়িত্বও দেয়া হয়েছে তাঁকে। সম্প্রতি কুড়মি সংগঠনের মঞ্চে তাঁকে ও ছত্রধরকে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করতে দেখা যায়। সূত্রের খবর, অনুষ্ঠান শেষ হলে পাটাশোলে এক কুড়মি সংগঠনের নেতার বাড়িতে গিয়েছিলেন তাঁরা। সেখানেও প্রায় এক ঘন্টা ধরে আলোচনা চললো তাঁদের। তাঁদের এই আলাপচারিতা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা শুরু হলো দুই দলের কর্মীদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে নানা দাবি নিয়ে আন্দোলনে নামতে চলেছে কুড়মিরা। কেন্দ্রের বিরুদ্ধে যেমন ক্ষোভ রয়েছে তাদের, তেমনি রাজ্য সরকারের বিরুদ্ধেও যথেষ্ট ক্ষোভ আছে তাদের। এ কারণে, আগামী ৭ ই ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে নামতে চলছে একাধিক কুড়মি সংগঠন। সেই পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপি নেতার এই সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাঁদের মধ্যে কি কথা হয়েছে? এই নিয়ে তাঁদের প্রশ্ন করা হলে বিজেপি নেতা পশুপতি দেব সিংহ জানালেন যে, কুড়মিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ছত্রধর তৃণমূল, তিনি বিজেপি দলের নেতা। দুটি দলের পক্ষ থেকেই কুড়মিদের দাবি গুলো তাড়াতাড়ি যাতে আদায় করা সম্ভব হয় তা নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানালেন তিনি। অন্যদিকে, ছত্রধর মাহাতো জানালেন যে, কুরমীদের দাবির বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক কুড়মি সমন্বয় মঞ্চের নেতা চিন্ময় মাহাতো জানালেন যে, তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে? তা তারা জানেন না। তবে, তাঁর দাবি, রাজনীতির থেকে সমাজ বড়। পরে দল, আগে জাতি। আবার এ প্রসঙ্গে কুড়মি সেনার ঝাড়গ্রাম জেলা সভাপতি উজ্জ্বল মাহাতো জানালেন যে, তিনি মনে করেন কুড়মিদের দাবি নিয়েই আলোচনা চলছে উভয়ের। এভাবে, ছত্রধরের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাৎকার নিয়ে যথেষ্ট জল্পনা ছড়ালো জঙ্গলমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!