তৃণমূলকে মাত দিয়ে জয়ী সদস্য দলে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি রাজ্য August 21, 2018 পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন যত এগিয়ে আসছে দল ভাঙানোর খেলাও তাতো বাড়ছে। পর পর কয়েকদিন বিজেপির ও অন্যদলের ঘর ভেঙে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল। আর অন্যদিকে এবার মাঠে নামলো বিজেপি। আজ মঙ্গলবার পুরুলিয়া বিজেপি জেলা সদর কার্যালয়ে বরাবাজার, পাড়া এবং পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সিপিআইএম এবং নির্দলের জয়ী প্রার্থীরা বিজেপিতে যোগদান করলেন। বিজেপির দলীয় পতাকা তাদের হাতে তুলে দিলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। বাজারের বানজরা গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর জয়ী প্রার্থী মাধব চন্দ্র মাহাতো, নির্দল প্রার্থী শতদল মাহাতো এদিন বিজেপিতে যোগ দেওয়ার ফলে তৃণমূলকে মাত দিয়ে ওই পঞ্চায়েতের 12 টির মধ্যে 7 টি আসন পেয়ে বোর্ড গড়তে চলেছে বিজেপি। অন্যদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বরাবাজারের ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের নির্দল থেকে জয়ী প্রার্থী বিন্দুমতী মাহাতো বিজেপির দলীয় পতাকা এদিন হাতে তুলে নেয়। একইভাবে পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী মৌমিতা মাজী এবং পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভাংড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম থেকে জয়ী প্রার্থী হাফিজ নাজির উলিন-ও বিজেপিতে যোগ দেন এদিন। সব মিলিয়ে খুশির হাওয়া বিজেপি শিবিরে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এই নিয়ে আজ বিদ্যাসাগরবাবু জানান যে, বর্তমানে রাজ্যে যে সরকার আছে তারা এত নিচে নেমে গেছে যে অপপ্রচার তো করছেই সাথে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বিজেপির নির্বাচিত সদস্যদের বাড়ি যাচ্ছে। জোর করে কয়েকজন জয়ী সদস্যকে যোগদান করলেও কোনো ক্ষতি করতে পারেনি তৃণমূল। আগামীদিনে অন্য দল থেকে আরো অনেক লোক বিজেপিতে যোগদান করবে। https://www.youtube.com/watch?v=-1_MBhCQF-4 আপনার মতামত জানান -