এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রীর হাতে স্থাপিত হতে চলেছে কারখানার ভিত্তিপ্রস্তর, আশায় বুক বাঁধছেন আমজনতা

মুখ্যমন্ত্রীর হাতে স্থাপিত হতে চলেছে কারখানার ভিত্তিপ্রস্তর, আশায় বুক বাঁধছেন আমজনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল পশ্চিম বর্ধমানের পানাগড় অঞ্চলে একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২০০৯ সালে প্রায় দেড় হাজার একর জমি নিয়ে পানাগড় শিল্পাঞ্চল তৈরি হয়েছিল। এরপর বেশ কয়েকটি কারখানা স্থাপন করা হয়েছিল এখানে। তবে, কয়েক বছর ধরে নতুন করে কোন কারখানা আসছে না পানাগড়ে। ফলে হতাশা বাড়ছে সাধারণ মানুষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় আগামীকাল পানাগড়ে একটি বেসরকারি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে এই প্রকল্পে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ঘটবে। তাই এই প্রকল্পকে ঘিরে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। আজ বিকেল বেলায় হেলিকপ্টারে করে দুর্গাপুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামীকাল পানাগড়ের শিল্পতালুকে এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আজ দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকন্ঠম এসেছিলেন দুর্গাপুরে। জানা যাচ্ছে, এই কারখানার উত্পাদন শুরু হতে এখনো তিন বছর সময় লাগতে পারে। তবে, এই কারখানাকে ঘিরে আশেপাশের বহু মানুষের কর্মসংস্থান ঘটবে বলে, আশাবাদী বিভিন্ন মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!