এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যুবরাজের না-পসন্দ, ডানা ছাঁটা হচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীর

যুবরাজের না-পসন্দ, ডানা ছাঁটা হচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীর


পঞ্চায়েত ভোটে ফল হয়েছে ‘প্রত্যাশিত’, কয়েকটা জেলায় বিজেপিকে একটু-আধটু উঁকি-ঝুঁকি মারতে দেখা গেলেও মতের উপর বিরোধীদের খুঁজতে হচ্ছে চোখে দূরবীন লাগিয়ে। তার উপরে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন অন্যদলের টিকিটে জিতলেও তৃণমূলের উন্নয়নে শামিল হতে চেয়ে তাঁর কাছে দরবার করা শুরু করে দিয়েছেন বিরোধী প্রার্থীরা, যদিও তিনি জানিয়ে দিয়েছেন বিষয়টা পরে ভেবে দেখবেন। আর তাই সবমিলিয়ে বেশ ফুরফুরে পরিবেশ দলের মধ্যে। কিন্তু তার মাঝেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে দল।

কলকাতার এক নামী ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, পঞ্চায়েত মিটতেই কপাল পুড়তে চলেছে দলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। ওই পোর্টালের দাবি, শোভনবাবুর জেলা দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা দলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তিনি নাকি চান না শোভনবাবু আর মন্ত্রী থাকুন। কিন্তু আপাতত মন্ত্রীত্ত্ব থেকে পুরোপুরি সরানো হচ্ছে না শোভনবাবুকে বলে দাবি ওই পোর্টালের। শোভনবাবুর হাতে আপাতত শুধু দমকল রাখা হচ্ছে, বাকি দুই মন্ত্রক পরিবেশ ও আবাসন দফতর তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে। তবে, মন্ত্রীত্ত্বের আগে তিনি হারাতে চলেছেন জেলা সভাপতির পদ, তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন রাজ্যসভার সাংসদ তথা দলের শ্রমিক ইউনিয়ন নেতা শুভাশিস চক্রবর্তী। ফলে দলের যুবরাজের কোপে পরে ক্ষমতা হারাতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় বলে দাবি ওই পোর্টালের। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!