এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাঙ্গরের অশান্তি নিয়ে বিস্ফোরক মমতা ! দায় চাপালেন বিরোধীদের ওপর !

ভাঙ্গরের অশান্তি নিয়ে বিস্ফোরক মমতা ! দায় চাপালেন বিরোধীদের ওপর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা। তবে সবথেকে বেশি উত্তেজনা এবং সংঘর্ষের ছবি সামনে এসেছে ভাঙ্গড় থেকে। যেখানে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে গুন্ডা বাহিনীরা বোমা এবং গুলি দিয়ে পরিবেশকে অশান্ত করতে চেয়েছে। তবে তৃণমূলের দিকে যখন অভিযোগের আঙুল উঠছে, তখন গোটা বিষয়ে বিরোধীদের ওপরেই দায় চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভাঙ্গরে যে নতুন দল জিতেছে, তারাই এই কাজ করেছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলার প্রশাসনিক প্রধান বলেন, “ভাঙ্গড়ে লাগাতার লুটতরাজ, অগ্নি সংযোগ সহ বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে এই কাজ করেছে, যারা ওখানে নতুন জিতেছে। যে নতুন দলটা ওখানে এসেছে, তারাই এই কাজ করেছে।”

বলা বাহুল্য, ভাঙ্গরের অশান্তি নিয়ে প্রথম থেকেই রাজ্যের প্রশাসনিক প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। এমনকি অশান্তি যখন চরমে, তখন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি। আর এই পরিস্থিতিতে যখন তৃণমূলের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ উঠছে, তখন আইএসএফের দিকেই গোটা ঘটনায় অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!