এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল-ম্যাজিক অব্যাহত – এবার তাঁর হাত ধরে ‘চরমতম প্রতিদ্বন্দ্বীর ডানহাত’ সহ ৫০০ অনুগামী বিজেপিতে

মুকুল-ম্যাজিক অব্যাহত – এবার তাঁর হাত ধরে ‘চরমতম প্রতিদ্বন্দ্বীর ডানহাত’ সহ ৫০০ অনুগামী বিজেপিতে


লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরাতে উঠেপড়ে লেগেছেন বিজেপি নেতা মুকুল রায়। কিছুদিন আগেই তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌমিত্র খাঁ। তারপর গতকাল বিকেলেই আবার মুকুলবাবুর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত ভাইপো বিশ্বরূপ মন্ডল ওরফে টাইগার।

যদিও, অনুব্রতবাবু দাবি করেছেন বিজেপিতে যোগ দেওয়া বিশ্বরূপবাবু আদতে তাঁর ভাইপোই নন, তিনি একজন ‘বখাটে’ ছেলে! তবে মুকুল-ম্যাজিক এখানেই শেষ নয় বলে দাবি গেরুয়া শিবিরের। বিজেপির দাবি গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন আরও অনেকে। সেই তালিকায় আছেন ভাটপাড়া টাউনের যুব তৃণমূলের প্রাক্তন প্রেসিডেন্ট রবি সিং, অনিল গুপ্তা ও সুনীল শ। নৈহাটির শুভম সিং ও ভাটপাড়া-নৈহাটী থেকে অন্তত ৫০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দিয়েছেন বিজেপিতে মুকুল রায়ের হাত ধরে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের ক্ষমতা বৃদ্ধি হতে থাকে শাসকদলে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংগঠনিক দায়িত্বের ক্ষেত্রে শেষ কথা এখন অর্জুন সিংই বলে তাঁর অনুগামীদের থেকে জানা যায়। এমনকি, ওই অঞ্চলে শাসকদলের নির্বাচনী ক্ষেত্রেও এখন শেষ কথা বলে থাকেন তিনি। যার সাম্প্রতিক উদাহরণ নোয়াপাড়া উপনির্বাচনে প্রাক্তন বিধায়ক মঞ্জু ঘোষকে প্রার্থী না করে নিজের আত্মীয় সুনীল সিংকে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসা।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে কান পাতলে শোনা যায়, মুকুল রায় তৃণমূলে থাকার সময় সেভাবে কোনোদিন শাসকদলে ‘শেষকথা’ হয়ে উঠতে পারেননি অর্জুন সিং। আর তাই মুকুল রায় দল ছাড়তেই তিনি সেই জায়গা নিতে তৎপর, এজন্য তাঁর নিরাপত্তাও বৃদ্ধি হয়েছে। এমনকি, গুঞ্জন আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীর জায়গায় টিকিট পেতেও মরিয়া তিনি। আর মুকুল রায়ের এই ‘চরমতম প্রতিদ্বন্দ্বীর’ (অর্জুন সিংয়ের অনুগামীরা সেই দাবিই করেন) ‘ডানহাত’ বলে খ্যাত সুনীল শ। তিনি সহ অন্যান্য যাঁরাও গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা বেশিরভাগই অর্জুন সিং গোষ্ঠীর বলে পরিচিত। ফলে, প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় ‘চরমতম প্রতিদ্বন্দ্বীর’ ঘর ভেঙে খুশির হাওয়া গেরুয়া শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!