উলুবেড়িয়া উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করল কংগ্রেস বিশেষ খবর রাজ্য January 5, 2018 রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের পর এবার আসন্ন উলুবেড়িয়া উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এআইসিসির পক্ষ থেকে সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদি প্রেস বিজ্ঞপ্তিতে জানান উলুবেড়িয়ায় দলের প্রার্থী হচ্ছেন মুদ্দসর হোসেন ওয়ারসি। আগেই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বসু। এদিন ওই একই প্রেস বিজ্ঞপ্তিতে জনার্দন দ্বিবেদি গৌতম বাবুর নামই সরকারিভাবে জানিয়ে দেন। আপনার মতামত জানান -