এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখনো অন্ধকারে কলকাতা সহ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সিইএসসি-পুরসভা তরজা তুঙ্গে, দায় এড়াচ্ছে সব পক্ষ!

এখনো অন্ধকারে কলকাতা সহ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সিইএসসি-পুরসভা তরজা তুঙ্গে, দায় এড়াচ্ছে সব পক্ষ!


সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ সাইক্লোন আমফান। যার প্রভাবে অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। আর সেই পরিষেবা সচল করতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। কোনো কোনো জায়গায় এখনও পর্যন্ত বিদ্যুৎ না আসায় সাধারণ মানুষ প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যার ফলে অস্বস্তিতে পড়ছে সরকার। অনেক জায়গাতেই ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে।

তবে কলকাতার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দায়িত্বে রয়েছে সিইএসসি। ইতিমধ্যেই এই সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য। তবে রাস্তায় গাছ পড়ে থাকার কারণে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সিইএসসি। কিন্তু এবার সেই সংস্থার বিরুদ্ধে সরব হয়ে শোরগোল তুলে দিলেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

100 ঘণ্টা পার হয়ে যাওয়া সত্ত্বেও কেন বিধ্বস্ত শহরের অনেক এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি, তা নিয়ে এদিন এই সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। আর ভয়াবহ দুর্যোগের সময় এভাবে সিইএসসি এবং কলকাতা পৌরসভার মধ্যে তরজা চলতে শুরু করলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে জনমানসে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিইএসসির দপ্তরে গিয়ে তাদের সঠিকভাবে কাজ করার বার্তা দিয়ে এসেছেন। তবে এই ব্যাপার নিয়ে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি অভিযোগ করে বলেন, “সিইএসসির সঙ্গে তৃণমূলের খুব ভালো সম্পর্ক। তাদের সঙ্গে লেনাদেনার সম্পর্ক রয়েছে।” তবে এমত একটা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে যখন সাধারন মানুষ বিপর্যস্ত, ঠিক তখনই পরিষেবাকে স্বাভাবিক না করে যেভাবে সিইএসসির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তাতে বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

যদি এভাবে কলকাতা পৌরসভা এবং সিইএসসির মধ্যে তরজা চলতে শুরু করে, তাহলে আদৌ বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিতে শুরু করেছে। সব মিলিয়ে এখন সাধারণ মানুষ চাইছেন অবিলম্বে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক করা হোক। পরবর্তীতে তাদের অভ্যন্তরীণ সমস্যা কলকাতা পৌরসভা এবং সিইএসসি মিটিয়ে নিক। তবে সাধারণের এই আবেদনে সাড়া দিয়ে তরজাকে বন্ধ রেখে মানুষের সুবিধার্থে পৌরসভা এবং সিইএসসি কতটা দক্ষতার সহকারে কাজ করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!