নগরপালিকা ও পঞ্চায়েত ভোটে বিপুল হার লুকোচ্ছে বিজেপি, বিস্ফোরক দাবি অখিলেশের জাতীয় বিশেষ খবর December 4, 2017 আজ এক সাঙ্গাবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি জানান ১. বিজেপি মিথ্যার বেসাতি করছে ২. উত্তরপ্রদেশে পুর নির্বাচনে জয় নিয়ে হইচই করা হচ্ছে ৩. অথচ নগরপালিকা ও পঞ্চায়েত ভোটে বিজেপি হার নিয়ে কেন একটি শব্দও উচ্চারণ করছে না? ৪. বিজেপি মিথ্যা প্রচার করছে ৫. ১৬টির মধ্যে ১৪টি পুর নির্বাচনে বিজেপি মেয়র পদে জিতেছে ইভিএমের সাহায্যে ৬. কিন্তু ব্যালটে হওয়া নগরপালিকা ও পঞ্চায়েত ভোটের ফল নিয়ে আলোচনা করছে না ৭. ভারতের চেয়ে উন্নত দেশে যদি ব্যালটে ভোট হয় তাহলে এদেশে ইভিএম ব্যবহার হচ্ছে কেন? ৮. নির্বাচন কমিশন তার জবাব দিক আপনার মতামত জানান -