এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শীঘ্রই কি আরো দুই মন্ত্রীর বিরুদ্ধে ‘বোমা’ ফাটাতে চলেছে বিজেপি?

শীঘ্রই কি আরো দুই মন্ত্রীর বিরুদ্ধে ‘বোমা’ ফাটাতে চলেছে বিজেপি?


সদ্য মুকুল রায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপরেই একের পর এক অভিযোগ তুলে ব্যতিব্যস্ত করে তুলছেন তাঁর পুরোনো দল ও সহকর্মীদের। এর মধ্যেই তাঁর তোলা কিছু অভিযোগ নিয়ে আদালতে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সেই মামলার শুনানিতে জানিয়েছেন যে মুকুল রায় তাঁর আগের তোলা অভিযোগ ঘিরে আপাতত আর কিছু বলতে পারবেন না। তবুও বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক ডেকে মুকুলবাবু জানান যে আদালতের রায়ে বলা আছে তাঁর কাছে নির্দিষ্ট কোনো নথি না থাকলে তিনি ওই বিষয়ে কিছু বলতে পারবেন না, কিন্তু তাঁর কাছে যথেষ্ট নথি আছে, আর তাই আদালত অবমাননা না করেই সেই বিষয়ে আরো বলবেন।
সেই একই সাংবাদিক সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় জানান আজ ৪ ঠা ডিসেম্বর তিনি রাজ্য সরকারের আরো বেশ কিছু দুর্নীতি নথি ও তথ্য সহকারে সামনে আনবেন। বিজেপির এক অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, কৈলাশ বিজয়বর্গীয়র ‘লিস্টে’ আছেন রাজ্যের দুই অত্যন্ত গুরুত্ত্বপূর্ন মন্ত্রী। একজন মন্ত্রী সভায় অন্যতম ‘সিনিয়র’ মুখ ও অপরজন মুখ্যমন্ত্রীর অন্যতম ঘনিষ্ঠ ও সংখ্যালঘু মুখ। রাজ্যে হয়ে যাওয়া এক আর্থিক দুর্নীতি কেলেঙ্কারিতে এই দুজনেরই নাম আছে বলে জানা যাচ্ছে। আপাতত এই দুজনের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ নথি সহকারে সামনে আনা হবে বলে জানা যাচ্ছে। এখন দেখার মুকুল রায়ের পর কৈলাশ বিজয়বর্গীয় রাজ্য-রাজনীতিতে নতুন কি বিস্ফোরণ ঘটান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!