এখন পড়ছেন
হোম > জাতীয় > রাম মন্দির নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য ঘিরে ফের বিতর্ক

রাম মন্দির নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য ঘিরে ফের বিতর্ক

অযোধ্যায় রাম মন্দির আর বাবরি মসজিদ নির্মাণের সাম্প্রদায়িক বিতর্ক নতুন নয়।অনেক বছর ধরেই হিন্দু মুসলিমদের মধ্যে ধর্মগত বিবাদের এক মূল কারণ হল এই বিতর্ক।আবার নতুন করে তর্কিক মন্তব্যের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।শনিবার রাতে মুম্বইতে রামরাজ্য বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান,খুব শীঘ্রই রামমন্দির নির্মাণকার্য অযোধ্যায় শুরু হতে চলেছে এবং তার নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী আগে থেকেই রক্ষিত করা হয়েছে।পরবর্তী দীপাবলি সেখানেই পালন করা হবে এবং সেখানে যেতে পারবে পুণ্যার্থীরাও।আগামী ৫ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রামজন্মভূমি বাবরি মসজিদ মামলার শুনানি।তার পূর্বেই বিজেপি নেতা গম্ভীর মন্তব্যের দ্বারা জানান যে রামমন্দির নির্মাণের জন্য নতুন আইন প্রণয়নের কোনও প্রয়োজন নেই।তার যুক্তি হিসাবে তিনি বলেন তত্‍কালীন নরসিংহা রাও সরকার  দাখিল করা এক হলফনামায় জানিয়েছিলেন, যদি প্রমাণিত হয় যে স্থানটিতে পূর্বে মন্দির ছিল  তাহলে ওই স্থান মন্দির নির্মাণের জন্য দিয়ে দেওয়া হবে। এর আগে পাটনাতে তিনি জানিয়েছিলেন,রাম মন্দির নির্মাণের সমস্ত বৈপরিত্বকে দূরে সরিয়ে ফেলে মন্দির নির্মাণ কার্য খুব শীঘ্রই শুরু করা হবে ।তিনি আরো বলেন যে শুধু মাত্র বিকাশের কথা ভেবে না হিন্দুত্বের কথা ভেবেও সরকারের উচিত ভোট চাওয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!