বিধানসভা নির্বাচনের সব হিসাব উল্টে দিতে পারে মদ? নজিরবিহীন পদক্ষেপের পথে নির্বাচন কমিশন? জাতীয় October 11, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরকারিভাবে বিহারের মদ নিষিদ্ধ হলেও, বিহারে বেআইনিভাবে মদের আনাগোনা আদৌ বন্ধ হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত শুক্রবার বিহারে বেআইনি মদের আনাগোনা নিয়ে বিহার, পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড, উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার দীর্ঘ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হলো। যে বৈঠকে সুশীল চন্দ্র ও রাজীব কুমার সহ নির্বাচন কমিশনের বেশকিছু কর্তাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত কোন রাজ্যে সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করতে গেলে প্রতিবেশী রাজ্যগুলিরও বিরাট ভূমিকা থাকে। এ কারণে বিহারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করেন নির্বাচন কমিশনার। গত শুক্রবার দেড় ঘণ্টার এই ভিডিও বৈঠকে তিনি বিহারে বেআইনি মদের আনাগোনা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন। যার পরিপ্রেক্ষিতে বিহারের প্রশাসনিক কর্তারা জানান যে, বিহারে বেআইনি মদের প্রবেশ রোধ করতে অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে বৈঠক একাধিক বৈঠক করেছেন তারা। কিন্তু তাদের সে জবাবে সন্তুষ্ট হলেন না নির্বাচন কমিশনার। স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন যে, বিহারে প্রশাসন কতগুলো বৈঠক করেছে সেটা জরুরি নয়। জরুরি বৈঠক গুলির ফলে কতটা কাজ হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, ১০, ১২ দিন আগে বিহারে বেআইনি মদের কারবার বিষয়ে বিহারে পরিদর্শনে যায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ করতে না পারায় বিহারের আবগারি কমিশনারকে অপসারিত করে নির্বাচন কমিশন। আবার বিহারের পুলিশ ও আবগারি কর্মীরা সম্প্রতি প্রায় ৬০ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করলেন। গত শুক্রবার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষ কর্তারা বিহারে মাদক ও বেআইনি সামগ্রী যাওয়া কিভাবে, কোন পথে বন্ধ করা হয়েছে, সে ব্যাপারে বিশদে জানালেন। এই তিন প্রতিবেশী রাজ্যকে করিডোর করে বিহারের ভোটের সময় মাদক সামগ্রী সে রাজ্যে কতটা পৌঁছাতে পারে, সে ব্যাপারে কমিশন নির্বাচনকে জানালেন তারা।। অন্য কোন রাজ্য থেকে বিহারে মাদকের যোগান হতে পারে কিনা সেটাও, তারা জানালেন। বিহারে মাদক ও অন্যান্য বেআইনি দ্রব্যের যোগানের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বদা জানাবার নির্দেশ দেওয়া হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশকে। আপনার মতামত জানান -