এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “গত তিনটি নির্বাচনের তুলনায় হিংসা অনেক কম হয়েছে। আর তাই হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

“গত তিনটি নির্বাচনের তুলনায় হিংসা অনেক কম হয়েছে। আর তাই হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক ইস্যুতে কটাক্ষ, অভিযুক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখনো পর্যন্ত তিনি বাংলায় তিনটি নির্বাচন দেখেছেন। গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে হিংসা অনেক কম হয়েছে। আর এ কারণেই হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ ভোট চাইছেন না তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ রাজ্যেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র জমা দেবার অনুমোদন দিয়েছিল হাইকোর্ট, যা দেশের অন্য কোথাও দেখা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাকে সুরক্ষিত করতে পাঁচ দফায় বিজেপিকে ভোট দান করতে। সোনার বাংলা নির্মাণের জন্য বিজেপিকে ভোট দান করতে। অনুপ্রবেশ সমস্যার সমাধান একমাত্র বিজেপিই করতে পারে বলে, দাবি করলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুপ্রবেশকারীদের তাড়াতে তিনবার সংসদে সরব হয়েছিলেন। তিনি প্রশ্ন করেছেন, মানুষ কি এভাবে বদলে যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ই একসময় রাজ্যে সিআরপিএফ পাঠানোর অনুরোধ জানাতেন। কিন্তু, এখন তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, সিআরপিএফ রিগিং করছে। তিনি জানান, শরণার্থীদের পুনর্বাসন দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গঠন করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, উত্তরবঙ্গকে অবহেলা করা হয়েছে । উত্তরবঙ্গের উন্নয়ন করা হয়নি। কোচ, রাজবংশী, গোর্খাদের কথা ভাবা হয়নি। কিছুই করা হয়নি উত্তরবঙ্গর জন্য। উত্তরবঙ্গ বিকাশ বোর্ড গঠন করা হবে। ৭০০ কিলোমিটার রাস্তা তৈরি করে উত্তরবঙ্গের সাথে কলকাতাকে জুড়ে দেয়া হবে। শিলিগুড়িতে মেট্রোরেল তৈরি করা হবে। তৈরি করা হবে চা পার্ক। দশম শ্রেণী পর্যন্ত রাজবংশী ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হবে। আদিবাসীদের পাট্টা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সংখ্যালঘুদের একজোট হবার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা থেকে স্পষ্ট যে, তিনি সংখ্যালঘু ভোট হারাচ্ছেন। না হলে তিনি এ ধরনের আবেদন করতেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, এসব জায়গায় হারের কারণ তিনি বিশ্লেষণ করুন। কেন তাঁর বিরুদ্ধে চলে গেছেন বাংলার জনতা? রাজ্যের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। অনুপ্রবেশকারীদের অবাধ প্রবেশ চলছে। রাজ্যের মহিলারা নিরাপদ নন। মহিলা গঠিত অপরাধে ১ থেকে ৫ নম্বরে দাঁড়িয়ে আছে বাংলা। তোলাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে। তিনি প্রশ্ন করেছেন, তৃণমূল কিসের ভিত্তিতে ভোট চাইছে?

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি কর্মীদের ওপর বারবার হামলা করা হচ্ছে। গতকাল ভবানীপুর পুলিশ থানায় থাকাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়েছে। হামলার নিন্দা করে নি কেউই। কোন মন্তব্যও কেউ করেননি। মৌনতাই সম্মতির লক্ষণ। রাজনৈতিক কর্মীদের ওপর হামলা হলে সকলে তার নিন্দা করে থাকেন, কিন্তু তৃণমূল তা করেনি। তিনি জানালেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার নির্দেশ দিচ্ছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের এই আচরন, ব্যবহার তৃণমূলের হতাশাকে স্পষ্ট করে দিচ্ছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এমন মন্তব্য করতে দেখেনি তিনি। প্রতিবারের মত রিগিং করে জিততে চাইছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!