এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে ঘিরে চরম বিভ্রান্ত তৃণমূল কর্মীরা? হেভিওয়েট নেতাকে সরাসরি প্রশ্নে বাড়ল অস্বস্তি?

শুভেন্দুকে ঘিরে চরম বিভ্রান্ত তৃণমূল কর্মীরা? হেভিওয়েট নেতাকে সরাসরি প্রশ্নে বাড়ল অস্বস্তি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দলে সাংগঠনিক রদবদলের পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সেভাবে দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে। উল্টে নিজের মতো করে জনসংযোগে ব্যস্ত থাকছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই দলহীন জনসংযোগ আগামী দিনে তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও জল্পনা সূচক জায়গায় নিয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা কোন পর্যায়ে রয়েছে, তার অবস্থান কি, তা নিয়ে দলীয় বিধায়ককে প্রশ্ন করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী শাসকদলের এখনও পর্যন্ত মন্ত্রী থাকা সত্ত্বেও, দলের অঞ্চল সভাপতির এই ধরনের প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, রবিবার ভগবানপুরে তৃনমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ভগবানপুরে তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি। আর সেই অনুষ্ঠানে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি অপরেশ সাঁতরা বলেন, “আমি এবং এলাকার যুব সমাজ বিভ্রান্ত। জেলায় দলের মেরুদন্ড শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়। এই সম্পর্কে কিছু বার্তা দিন।” আর শাসকদলের একজন অঞ্চল সভাপতি এই ব্যাপারে বিধায়ককে প্রশ্ন করায় তিনি যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়েননি এবং তিনি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। কিন্তু তার আচার-আচরণ নিঃসন্দেহে জল্পনার সৃষ্টি করছে। কোনো সরকারি বা দলীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না তিনি। স্বাভাবিকভাবেই তার মত হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের অবস্থান নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে জল্পনা। তাই সেই দিকটাকে পরিষ্কার করতেই এবার কর্মীসভায় দলের বিধায়ককে সরাসরি সেই শুভেন্দু অধিকারীর ব্যাপারে প্রশ্ন করে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল অঞ্চল সভাপতি অপরেশ সাঁতরা বলেন, “বিধায়কের কাছে শুভেন্দুবাবুর রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিভ্রান্তি চলছে, সেই সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই বক্তব্যের ধারে কাছে না গিয়ে যে মন্তব্য করেছেন, তা আমি মেনে নিতে পারিনি। কিন্তু তিনি ঠিক কি বলেছেন? এদিন এই প্রসঙ্গে ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, “শুভেন্দু এখন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক। শিশির অধিকারী জেলা তৃণমূলের সভাপতি। ওরা দুজনেই তৃণমূলে রয়েছেন। উনি যে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে কথা বলিনি। সাধারণত প্রতি বৈঠকে দলের কর্মীদের ঐক্যবদ্ধ করতে এই ধরনের বার্তা দিয়ে থাকি। কাউকে নির্দিষ্ট করে কিছু বলিনি।”

বিশেষজ্ঞরা বলছেন, যে যাই বলুন না কেন, তৃণমূলের কর্মীসভায় শুভেন্দু অধিকারীকে নিয়ে এই প্রশ্ন নিঃসন্দেহে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিলেন। কি করবেন শুভেন্দু অধিকারী, তা কারও জানা নয়। কিন্তু যেভাবে তাকে নিয়ে এদিনের কর্মীসভা থেকে প্রশ্ন করা হল, তাতে শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূলের যে কিছু একটা হয়েছে, সেই ব্যাপারটি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!