এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটার বাক্সে বিজেপিকে মাত দিতে এবার এদের দিকে নজর তৃণমূলের!

ভোটার বাক্সে বিজেপিকে মাত দিতে এবার এদের দিকে নজর তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে সন্মান রক্ষার লড়াই। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কাছে এই লড়াই হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থানকে গেরুয়া চাদরে মুড়ে দেওয়ার লড়াই। দুদলই আগাম প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। এই পরিস্থিতিতে ভোটে বিজেপিকে মাত করে দিতে রাজ্যের মহিলাদের কাছে টানার বিশেষ উদ্যোগ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। যে উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে শাসকদল তৃণমূলের বঙ্গজননী সংগঠনটি। যে সংগঠন গত বছর তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শনিবার হাওড়া জেলায় বঙ্গজননী সংগঠন তার সম্মেলন করল। গতকাল শনিবার হাওড়া জেলার দাসনগরের আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মহিলা সংগঠন বঙ্গজননীর প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী সেইসঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল এই অনুষ্ঠানে উপস্থিত। তবে, রাজ্যের দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন নি।

বঙ্গ জননী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় মহিলারা উপস্থিত ছিলেন। হাওড়া জেলা ও আশপাশের বেশকিছু জেলা থেকে প্রায় ৫০০০ মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, গত ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এই সংগঠন তৈরি করা হয়েছিল। তিনি জানিয়েছেন ১০ বছরে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের জন্য যথেষ্ট কাজ করেছে, যার সুফল ভোগ করছেন রাজ্যের মহিলারা। সরকারের এই কাজের প্রচার করতে বাড়ি যাবেন সংগঠনের সদস্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একাধিক প্রশংসা বাক্য উচ্চারণ করলেন। তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিশেষ অবদান আছে। রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন ও রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন। তাই তিনি দাবি করেছেন, মহিলারা যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন, তেমনি মুখ্যমন্ত্রীও মহিলাদের সঙ্গে রয়েছেন।

মহিলাদের জন্য রাজ্য সরকারের করা কাজের প্রচার করতে বাড়ি বাড়ি যাবে বঙ্গজননী সংগঠন। গতকালের সম্মেলন থেকে বঙ্গজননীর স্লোগান নির্ধারণ করা হলো। স্থির করা হয়েছে এই স্লোগান, ” এই বিজেপি চাই না ” । সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন যে, রাজ্যবাসীকে বোঝাতে হবে যে বিজেপি ক্ষমতায় এলে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হবে। মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি পাবে। এই রাজ্যে বিজেপি আগুন জ্বালাতে চাইছে। তিনি জানিয়েছেন গত দুই বিধানসভা নির্বাচনের মতো এবারও বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই ভোট দেবেন রাজ্যের মহিলারা।

তৃণমূলের বঙ্গজননী সংগঠনের সম্মেলন নিয়ে বিশেষ কটাক্ষ করল বিজেপি শিবির। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ এ প্রসঙ্গে জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত উন্নয়ন ও মহিলাদের জন্য এতটাই কাজ করে থাকেন, তাহলে বঙ্গজননী করে তা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবার কি দরকার? তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে এসব করে কোন লাভ হবে না। শাসক দল তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে। তিনি দাবি করেছেন যে, বিজেপির উপরেই ভরসা করছেন সারাদেশের মানুষ, বিশেষ করে দেশের মহিলারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!