এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলের জন্য আপনার দরজা বন্ধ” কাদের উদ্দেশ্যে এমন বললেন অভিষেক!

“তৃণমূলের জন্য আপনার দরজা বন্ধ” কাদের উদ্দেশ্যে এমন বললেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে জনসংযোগ কর্মসূচি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় গিয়ে মানুষের মতামত নিচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদে অধিবেশন কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে নির্দল হয়ে কেউ যদি জিতেও যান, তাহলেও তাকে তৃণমূলে নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনেকে বলছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এই পরিস্থিতিতে এই ধরনের কথা বলে যাতে দলের বিরুদ্ধাচরণ কেউ না করতে পারে, তার জন্যই হুঁশিয়ারি মূলক বার্তা প্রদান করতে বাধ্য হলেন অভিষেকবাবু।

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধিবেশনে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পৌরসভা নির্বাচনে যারা নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, এবং জিতেছিলেন, তারা অনেক দাদা দিদির পা ধরেছেন। কিন্তু তৃণমূলে ঢুকতে পারেননি। তাই আপনাদেরকেও বলছি, নির্দল হয়ে আপনি দাঁড়াতেই পারেন। কিন্তু আপনাকে আম বা কলা চিহ্ন নিয়েই থাকতে হবে। তৃণমূলে আপনি ঢুকতে পারবেন না।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কটাক্ষ করছে বিরোধীরা। তাদের দাবি, আগামী দিনে তৃণমূল দলটা কার্যত শূন্য হয়ে যাবে। তাই ভীত হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলে দলের কর্মীদের বিদ্রোহী মনোভাবকে ঠান্ডা করার জন্য হুঁশিয়ারি মূলক বার্তা দিচ্ছেন। তবে অভিষেকবাবুর এই মন্তব্যের পরেও তৃণমূলের বিদ্রোহী মনোভাব প্রশমিত হয় কিনা, তৃণমূল থেকে বেরিয়ে এসে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোর প্রভাব আদৌ কতটা কমে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!