কুচবিহার জেলার জেলা পরিষদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য May 1, 2018 রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুচবিহার জেলায় জেলা পরিষদে প্রতিটি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা একনজরে – ১. মেখলিগঞ্জ-১ প্রতিমা দেব – তৃণমূল কংগ্রেস রেশমা পারভীন – বিজেপি মায়া রায় – ফরওয়ার্ড ব্লক লাকি বেগম – কংগ্রেস প্রতিমা রায় – এসইউসিআই ২. মেখলিগঞ্জ-২ ফুলতী রায় – তৃণমূল কংগ্রেস মায়া বর্মন – বিজেপি জয়শ্রী রায় – ফরওয়ার্ড ব্লক অঞ্জনা রায় – কংগ্রেস প্রতিমা রায় (অধিকারী) – এসইউসিআই ৩. হলদিবাড়ি-১ সান্তনা রায় – তৃণমূল কংগ্রেস শান্তিময়ী সরকার – বিজেপি জাহানারা খাতুন – সিপিআইএম কল্পনা সরকার – এসইউসিআই রত্না রায় – নির্দল হাসিনাবানু সরকার – নির্দল ৪. হলদিবাড়ি-২ গোপাল চন্দ্র রায় – তৃণমূল কংগ্রেস বঙ্কিম চন্দ্র রায় – বিজেপি আলোক কুমার রায় – ফরওয়ার্ড ব্লক সুধাংশু রায় – এসইউসিআই হরিমোহন রায় – নির্দল দিগ্বিজয় সরকার – নির্দল ৫. মাথাভাঙ্গা-২-১ নীলিমা বর্মন – তৃণমূল কংগ্রেস সন্ধ্যা শিকদার – বিজেপি জয়শ্রী রায় – সিপিআইএম মালতী রায় – কংগ্রেস ৬. মাথাভাঙ্গা-২-২ উমাকান্ত বর্মন – তৃণমূল কংগ্রেস জগদীশ বর্মন – বিজেপি বিশ্বজিৎ বর্মন – সিপিআইএম মানিক চন্দ্র বর্মন – কংগ্রেস মঞ্জুলা রায় – এসইউসিআই রমেন্দ্রনাথ বর্মন – নির্দল ৭. মাথাভাঙ্গা-২-৩ মমতাজ খাতুন – তৃণমূল কংগ্রেস লক্ষ্মীরাণী বর্মন – বিজেপি সাহানা পারভীন – সিপিআইএম আয়েশা বিবি – কংগ্রেস প্রতিমা রায় – আমরা বাঙালি ৮. মাথাভাঙ্গা-১-১ শুক্লা রায় বিশ্বাস – তৃণমূল কংগ্রেস সাবিত্রী বর্মন – বিজেপি রত্না রায় – সিপিআইএম নীতা বর্মন – কংগ্রেস অনিমা বর্মন – এসইউসিআই বিউটি বর্মন – কামতাপুর পিপলস পার্টি ৯. মাথাভাঙ্গা-১-২ ধনিরাম অধিকারী – তৃণমূল কংগ্রেস অভিজিৎ বর্মন – বিজেপি নীতিশ চন্দ্র রায় – ফরওয়ার্ড ব্লক ভোলানাথ বর্মন – কংগ্রেস যমুনা বর্মন – এসইউসিআই প্রেমেন্দ্র বর্মন – কামতাপুর পিপলস পার্টি ১০. মাথাভাঙ্গা-১-৩ লতিকা বর্মন – তৃণমূল কংগ্রেস অনিমা বর্মন – বিজেপি কল্পনা বর্মন – সিপিআইএম সিন্ধুবালা দে – কংগ্রেস দীপালি অধিকারী – এসইউসিআই ১১. কুচবিহার-২-১ শিখা দাস – তৃণমূল কংগ্রেস মায়া রায় – বিজেপি অষ্টমী রায় বিশ্বাস – সিপিআইএম শিপ্রা বর্মন – এসইউসিআই অর্চনা ভৌমিক – আমরা বাঙালি ১২. কুচবিহার-২-২ পরিমল বর্মন – তৃণমূল কংগ্রেস ফলেন চন্দ্র রায় – বিজেপি অবনী কুমার রায় – সিপিআইএম বীরেন্দ্র নাথ অধিকারী – কংগ্রেস সুরেশ কার্জি – এসইউসিআই অনিমেষ রায় – আমরা বাঙালি খোকন কার্জি – নির্দল নরেশ চন্দ্র রায় – নির্দল সুবোধ চন্দ্র রায় – নির্দল ১৩. কুচবিহার-২-৩ বরুন কুমার দত্ত – তৃণমূল কংগ্রেস উৎপল কান্তি দেব – বিজেপি নিরুপম দত্ত – সিপিআইএম বলরাম দাস – কংগ্রেস সুমন পণ্ডিত – এসইউসিআই স্বদেশ সরকার – আমরা বাঙালি তাপস রায় – কামতাপুর পিপলস পার্টি আমিনাল হক – ডব্লিউপিআই ১৪. কুচবিহার-১-১ গজেন্দ্র নাথ রায় – তৃণমূল কংগ্রেস দিব্যনাথ বর্মন – বিজেপি আবুল হোসেন – সিপিআইএম দশরথ বর্মন – কংগ্রেস শ্যামল কুমার লায়েক – এসইউসিআই ১৫. কুচবিহার-১-২ আব্দুল জলিল আহমেদ – তৃণমূল কংগ্রেস শুভাশিস চৌধুরী – বিজেপি কমল চন্দ্র বর্মন – সিপিআইএম সোরাব আলী – কংগ্রেস শ্যামল অধিকারী – এসইউসিআই ১৬. কুচবিহার-১-৩ সুচিস্মিতা দেব শর্মা দত্ত – তৃণমূল কংগ্রেস সঞ্জীব কুমার দে – বিজেপি তরুণ কুমার পাল – সিপিআইএম নির্মল চন্দ্র চন্দ – ফরওয়ার্ড ব্লক বিশ্বনাথ শর্মা অধিকারী – কংগ্রেস উপেন সরকার – এসইউসিআই হীরক দেবনাথ – আমরা বাঙালি ১৭. শীতলকুচি-১ লিপিকা বর্মন – তৃণমূল কংগ্রেস শিখা বর্মন – বিজেপি কৃষ্ণা রায় – ফরওয়ার্ড ব্লক সরস্বতী বর্মন – এসইউসিআই মায়া বর্মন – আমরা বাঙালি স্বপ্না সরকার – কামতাপুর পিপলস পার্টি ১৮. শীতলকুচি-২ জবা বেগম – তৃণমূল কংগ্রেস বিজলি বর্মন – বিজেপি রেজিমা খাতুন – সিপিআইএম জয়ন্তী বর্মন – আমরা বাঙালি মেরিনা পারভীন – নির্দল ১৯. শীতলকুচি-৩ অশোক কুমার রায় – তৃণমূল কংগ্রেস নিরঞ্জন বর্মন – বিজেপি ধজেন চন্দ্র বর্মন – সিপিআইএম কমল বর্মন – আমরা বাঙালি ২০. সিতাই-১ অনিমেষ ভট্ট – তৃণমূল কংগ্রেস প্রশান্ত বর্মন – বিজেপি ২১. সিতাই-২ পম্পা রায় সরকার – তৃণমূল কংগ্রেস চঞ্চলি বর্মন – বিজেপি ২২. দিনহাটা-১-১ প্রতিমা রায় সরকার – তৃণমূল কংগ্রেস সঞ্চিতা বর্মন – বিজেপি প্রমিতা রায় বর্মন – ফরওয়ার্ড ব্লক রীতা দেবনাথ – কংগ্রেস স্বপ্না বর্মন – এসইউসিআই কমল বর্মন – আমরা বাঙালি মুক্তি রায় – নির্দল ২৩. দিনহাটা-১-২ ভবেন বর্মন – তৃণমূল কংগ্রেস জয়দেব অধিকারী – বিজেপি মনীন্দ্র চন্দ্র রায় – সিপিআইএম অমূল্য বর্মন – কংগ্রেস মানিক বর্মন – এসইউসিআই কৃষ্ণকান্ত বর্মন – নির্দল ২৪. দিনহাটা-১-৩ নূর আলম হোসেন – তৃণমূল কংগ্রেস ডালিম রায় সিংহ – বিজেপি সুনীল দেবনাথ – ফরওয়ার্ড ব্লক মনিনুর আলী – কংগ্রেস গনেশ দাস – এসইউসিআই ধনঞ্জয় বর্মন – নির্দল ২৫. দিনহাটা-২-১ আলিম খাতুন বিবি – তৃণমূল কংগ্রেস জানকী রায় – বিজেপি ২৬. দিনহাটা-২-২ কৃপা রায় বর্মা বাসুনিয়া – তৃণমূল কংগ্রেস বিমল রায় সরকার – বিজেপি ২৭. দিনহাটা-২-৩ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস) মীর হুমায়ুন কবীর – তৃণমূল কংগ্রেস ২৮. তুফানগঞ্জ-১-১ পঙ্কজ ঘোষ – তৃণমূল কংগ্রেস চিরঞ্জিত দাস – বিজেপি রাহেদুল হোসেন – সিপিআইএম মহম্মদ জহর আলী – কংগ্রেস সুবোধ দাস – এসইউসিআই ২৯. তুফানগঞ্জ-১-২ জগদীশ বর্মন – তৃণমূল কংগ্রেস জহর সিংহ সরকার – বিজেপি অনুপমা সরকার – সিপিআইএম ধরণী কান্ত বর্মন – কংগ্রেস গোপাল চন্দ্র বর্মন – এসইউসিআই ৩০. তুফানগঞ্জ-১-৩ মাজিবর রহমান – তৃণমূল কংগ্রেস হিমাংশু দাস – বিজেপি পূন্যেশ্বর অধিকারী – সিপিআইএম নিবারণ চন্দ্র দাস – কংগ্রেস দান্তা বার্দার – এসইউসিআই ৩১. তুফানগঞ্জ-২-১ পুষ্পিতা রায় – তৃণমূল কংগ্রেস আলোকলতা মন্ডল – বিজেপি মিনতী বর্মা – নির্দল ৩২. তুফানগঞ্জ-২-২ নৃপেন্দ্র চন্দ্র দাস – তৃণমূল কংগ্রেস উৎপল দাস – বিজেপি রসিক বর্মন – সিপিআইএম প্রদীপ বর্মন – কংগ্রেস বাবলু বর্মন – এসইউসিআই ৩৩. তুফানগঞ্জ-৩-৩ চৈতি বর্মন বর্মন বড়ুয়া – তৃণমূল কংগ্রেস মুন্না বর্মন – বিজেপি আপনার মতামত জানান -