এখন পড়ছেন
হোম > জাতীয় > মেঘালয়ে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি

মেঘালয়ে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি


গত কাল দিল্লিতে নেতৃত্ব মেঘালয়ের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এর পর থেকেই মেঘালয়ে বিজেপিতে নানা অসন্তোষে দেখা দিয়েছে বলে জানা গেছে।দলের প্রদেশ সভাপতির বোন ভায়োলেট লিংডো এবং রাজ্য সহ-সভাপতি এডমন্ড কে সাংমাকে প্রার্থী না করায় দলের মধ্যে ক্ষোভ রয়েছে। এবং তাই ভোটের পরে প্রয়োজনে কংগ্রেসের হাত ধরতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। এছাড়া এনপিপি ছেড়ে বিজেপিতে আসা প্রাক্তন বিধায়ক বাগমারার সাত্তো মারাকও টিকিট পাননি।তাই রাজনৈতিকমহলের ধারণা যে প্রার্থী নিয়ে ক্ষোভের জেরে বিজেপির জয়ের আশা কমছে ।এছাড়া এনপিপি জানিয়েছে যে অন্য রাজ্যে বিজেপির সঙ্গে তাদের জোট থাকলেও মেঘালয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়ছে আর তাই এখানে প্রধান লড়াই কংগ্রেসের সঙ্গে হলেও রাজ্যের উন্নয়নের স্বার্থে ভোটের পরে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে রাজি। তবে নির্বাচনের পরেই দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!