এখন পড়ছেন
হোম > রাজ্য > কিছুটা হলেও স্বস্তি পেলো ভারতী ঘোষ

কিছুটা হলেও স্বস্তি পেলো ভারতী ঘোষ


বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি রায় দিয়ে জানান যে এবছরের ১৫ মার্চ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ ছাড়া , প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এমএভি রাজু কে গ্রেফতার করতে পারবে না সিআইডি ৷প্রসঙ্গত, তোলাবাজি মামলায় ভারতী ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি । ভারতী দেবীর স্বামী রাজুর বাড়িতে ও তল্লাশি চালায় সিআইডি। রাজুর নাকতলার বাড়িতে প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে রাজু নেতাজিনগর থানায় ,তল্লাশিরত সিআইডি’র সাত অফিসারের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ দায়ের করেন । এমনকি সিআইডি অফিসারদের বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে বেশ কয়েকবার ডেকে পাঠানো হয়। অসুস্থ্যতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রাজু ৷বিচারপতি তাঁর রায়ে ‘নো-অ্যারেস্টে’র পাশাপাশি জানিয়েছেন,পুলিশের সঙ্গে তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে হবে রাজুকে ৷ একইসাথে রায়ে বলা হয়েছে , তিনি নেতাজিনগর থানার বাইরে যেতে পারবেন না ৷ সপ্তাহে একদিন করে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে ।
রাজুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে জানালেন রাজুর আইনজীবি ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!