তৃনমূলের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ করলো ‘আমরা আক্রান্ত’ এর সদস্যরা রাজ্য February 15, 2018 ফের রাজ্যে তৃনমূলের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ দক্ষিন ২৪ পরগনার ক্যানিং এলাকায়। এদিন ‘আমরা আক্রান্ত’ এর সদস্যরা বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি প্রতিবাদ সভার আয়োজন করে। “আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। তখনই তৃণমূল কর্মীরা আমাদের উপর চড়াও হয়। আমরা তৃণমূলকে মারিনি। বরং তৃণমূলকর্মীরা আমাদের মারধর করেছে।” এমনটাই জানান ‘আমরা আক্রান্ত’ এর এক সদস্য অম্বিকেশবাবু। তৃনমূল কর্মীরা এই অভিযোগ অস্বীকার করে ‘আমার আক্রান্ত’ এর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করে। মোট ৭ জন ‘আমরা আক্রান্ত’ এর সদস্যকে ওইদিন গ্রেপ্তার করে পুলিশ। আপনার মতামত জানান -