মোদির সাধের স্বচ্ছ ভারতে মূত্র বিসর্জন করলেন বিজেপি নেতা জাতীয় February 15, 2018 রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা। স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে এমনটাই নিয়ম করেছে কেন্দ্রীয় সরকার। অথচ রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালিচরণ সরফের দেওয়ালে প্রস্রাব করার ছবি প্রকাশ্যে উঠে আসে। দলের ভাবমূর্তিতে এইভাবে কালি ছেটানোর বিষয়ে প্রশ্ন করার জন্য প্রথম ক্ষেত্রে তাঁর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ফোন বন্ধ থাকে। এরপর সাংবাদিকরা তাঁর বাড়িতে ঘেরাও হলে বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন “এটা কোনও বড় ইস্যু নয়।” “স্বচ্ছ ভারত অভিযানে অনেক ব্যয় করা হচ্ছে। এবার খোদ নেতারাই এমন কাজ করলে লজ্জাজনক বার্তা যাবে সমাজের কাছে। নিজের এলাকায় কোনও মন্ত্রীর এমন কাজ করা উচিত নয়। ঢোলপুর উপনির্বাচনের সময়ও ওই মন্ত্রীকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেছে। কিন্তু, তখন নির্বাচনের কাজের চাপে সেই ছবি তুলে রাখা হয়নি।” এমনটাই জানান রাজস্থান কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অর্চনা শর্মা। আপনার মতামত জানান -