এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে তীব্র চাপানউতোর, তবে বিষয়টি নিয়ে নির্বাক কেন্দ্রীয় মন্ত্রী

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে তীব্র চাপানউতোর, তবে বিষয়টি নিয়ে নির্বাক কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে চলছে ব্যাপক চাপানউতোর। গত শুক্রবার নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বোরাকে। এ বিষয়ে তিনি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। সেই চিঠি প্রকাশ্যে আসার পরেই এ বিষয়ে তীব্রভাবে সরব হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

রাজ্যের দুজন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু দাবি করেছেন যে, কোন বিদেশি নাগরিককে ভারতের মন্ত্রী করা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহ জানিয়েছেন যে, সাধারণ মানুষের মনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সেসব তথ্য তিনি মানুষকে জানান। চুপ করে থাকার অর্থ সকলেই জানেন।বিষয়টি নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হলেও, এখনো পর্যন্ত এ বিষয়ে নীরব রয়েছেন নিশীথ প্রামাণিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির বেশ কিছু নেতাকর্মী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে জেলার মানুষের কাছে ধন্দ তৈরি হচ্ছে নিশীথ প্রামানিকের নিরব থাকার কারণে। আর বাড়তি সুবিধা পাচ্ছে তৃণমূল। তবে বিজেপির একাধিক নেতা জানিয়েছেন যে, বিভ্রান্তিমূলক প্রচারের কোন জবাব দেওয়ার প্রয়োজন পড়ে না। কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায় এ প্রসঙ্গে জানান, কেউ প্রয়োজন মনে করলে তথ্য জানার অধিকার আইনে জেনে নিন,কোন এলাকার বাসিন্দা নিশীথ প্রামানিক?

আবার, বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত জানিয়েছেন যে, ভিত্তিহীন কোন কথার উত্তর দেবার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। অনেকে জানিয়েছেন, স্বরাষ্ট্র ও ক্রীড়ার মত দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। নিজের কাজে তিনি ব্যস্ত আছেন। সুযোগ মতো সমস্ত অভিযোগের উত্তর দেবেন তিনি। আবার, এক বিজেপি নেতা জানিয়েছেন, নিশীথ প্রামাণিকের জন্ম ভেটাগুড়িতে। তিনি বালাকুরা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক। তাঁর মা ছন্দা বর্মন ভেটাগুড়ির বাসিন্দা, অবিভক্ত কামতাপুরের হরিনাথপুর গ্রামে তাঁর পিতার বংশধরদের বাস। তাই তিনি কখনোই বাংলাদেশি নন।

এ প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানালেন যে, অনেকেই বলতে শুরু করেছেন নিশীথ প্রামাণিকের জন্ম নাকি বাংলাদেশে? সত্যিই তিনি বাংলাদেশের নাগরিক কিনা? তা খতিয়ে দেখুক কেন্দ্র। যিনি পৃথিবীতে জন্মেছেন, তাঁর একটা নাগরিকত্ব থাকবেই। তা যে দেশেরই হোক না কেন? আকাশ বা মাটির তলায় জন্মাননি তিনি। অবশ্য অনেকে বিমানে জন্মে থাকেন। তখন বলা যায় সেই ব্যক্তি জন্মেছেন আকাশে। কিন্তু নিশীথ প্রামাণিক যে আকাশে জন্মেছেন, তা নয়। এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!