এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > মন্ত্রীসভা সম্প্রসারণের আগে নাড্ডার সঙ্গে বৈঠক, ভাঙ্গন আটকাতেই কি তৈরি হল ব্লু-প্রিন্ট? তীব্র গুঞ্জন!

মন্ত্রীসভা সম্প্রসারণের আগে নাড্ডার সঙ্গে বৈঠক, ভাঙ্গন আটকাতেই কি তৈরি হল ব্লু-প্রিন্ট? তীব্র গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ক্ষমতায় আসার পর থেকেই ত্রিপুরাতে বহু উত্থান পতন সহ্য করতে হয়েছে বিজেপিকে। দলের অন্দরে মাঝেমধ্যেই নানা বিধায়কের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। এমনকি মাঝেমধ্যে তার নানা মন্তব্য নিয়েও সোচ্চার হয়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে 2023 এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই সমস্ত জটিলতা কাটাতে চাইছেন সেই বিপ্লব দেব। যার কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার মত করে নিজের রাজ্যের মন্ত্রীসভা সম্প্রসারণ করতে চাইছেন তিনি। এক্ষেত্রে অনেকে মনে করছেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর ত্রিপুরাতে তৃণমূলের বাড়তি নজর রয়েছে।

সেদিক থেকে বিপ্লব দেবের সঙ্গে সম্পর্ক ভালো না থাকা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। আর তা যদি হয়, তাহলে বিজেপির ভাঙ্গন শুধু সময়ের অপেক্ষা। তাই এই পরিস্থিতিতে মন্ত্রিসভা সম্প্রসারণ যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। সেদিক থেকে বিদ্রোহীদের এই মন্ত্রিসভায় জায়গা দিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। আর এই পরিস্থিতিতে সেই মন্ত্রিসভা সম্প্রসারণের আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে দেখা গেল ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। যে বৈঠককে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বর্তমানে দিল্লি সফরে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে আজ সোমবার ত্রিপুরায় ফিরে আসতে পারেন তিনি। তবে দিল্লী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করেছেন বিপ্লববাবু। এক্ষেত্রে তার রাজ্যের মন্ত্রিসভা কেমন হবে, তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পরামর্শ চেয়েছেন তিনি বলেই মনে করছেন একাংশ। অর্থাৎ ত্রিপুরাতে যে ভাঙ্গনের আতঙ্ক তৈরি হয়েছে, তা যাতে না হয়, তার জন্যই একেবারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নিজের মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চাইছেন বিপ্লব দেব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, এই পরিস্থিতিতে যদি ত্রিপুরাতে সুদীপ রায় বর্মনের মতো একাধিক বিজেপি বিধায়ক বেসুরো হতে শুরু করেন এবং দলবদল করেন, তাহলে তা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বিজেপির কাছে। তাই সেই ধাক্কা সামাল দিতে নিজের মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হেঁটেছেন বিপ্লব দেব। তবে নিজের মতো করে একতরফা এই ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে চান না, তা তার এই দিল্লি সফরের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে। যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছেন তিনি। তবে তার এই মন্ত্রীসভা যে যথেষ্ট চমকপ্রদক হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সেদিক থেকে বিদ্রোহ দমন করার জন্য তিনি এই মন্ত্রিসভায় কোন কোন নতুন মুখ আনেন এবং তা কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!