এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের কাজে সরকারি কর্মীদের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী ! স্পষ্ট জানালেন সুকান্ত !

নির্বাচনের কাজে সরকারি কর্মীদের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী ! স্পষ্ট জানালেন সুকান্ত !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে সেই নির্বাচন হয়, তার ব্যাপারে নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের একাংশ অবশ্য কেন্দ্রীয় বাহিনী ছাড়া কিভাবে নির্বাচন সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হচ্ছেন। আর এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করে কেন্দ্রীয় বাহিনীর আওয়াজকে আরও জোরালো করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সরকারি কর্মচারীদের দাবি নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আমরা তো অতীতে দেখেছি যে, বাংলায় পঞ্চায়েত নির্বাচনের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। উত্তর দিনাজপুরে এক শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে, তার রহস্য আজ পর্যন্ত উৎঘাটিত হলো না। তাই যারা আজকে নির্বাচনের কাজ করতে যাবেন, যে সমস্ত সরকারি কর্মীরা, তারা ভয় পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা কোনো মতেই নির্বাচনের কাছে সাহস পাচ্ছেন না।”

বলা বাহুল্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে, নাকি থাকবে না, তা এখন জটিলতার মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মত পোষণ করেছে। তবে শীর্ষ আদালত কি নির্দেশ দেবে, তা অবশ্যই দেখার বিষয়। আর এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা ভোটের কাজে যাওয়ার জন্য যে সব থেকে বেশি ভরসা করছে সেই কেন্দ্রীয় বাহিনীর ওপরেই, তা স্পষ্ট করে রাজ্যের পরিস্থিতি যে একেবারেই ভালো নয়, তার ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!