এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল সাংসদ না সিপিএম বিধায়ক – উদ্বোধক কে? দড়ি টানাটানিতে বন্ধ কৃষিমেলা

তৃণমূল সাংসদ না সিপিএম বিধায়ক – উদ্বোধক কে? দড়ি টানাটানিতে বন্ধ কৃষিমেলা

বন্ধ হয়ে গেল সুতাহাটা ব্লকের কৃষিমেলা, উদ্বোধক হিসাবে তৃণমূল সাংসদের নামে সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতির আপত্তির জেরে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাঁথির তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর নাম প্রস্তাব করা হয়েছিল মেলার উদ্বোধক হিসাবে। কিন্তু, পঞ্চায়েত সমিতি সিপিএমের স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডলকে দিয়ে কৃষিমেলা উদ্বোধন করাতে চায়। এই টানাপোড়েনের ফলে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তর সিদ্ধান্ত নেয় সুতাহাটার মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণিসম্পদ মেলা স্থগিত করার। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি নূর আলম বলেন, তারা প্রথমে স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডলের নাম উদ্বোধক হিসেবে ঠিক করেছিলেন। তারপর ব্লকের কৃষি আধিকারিক উদ্বোধক হিসেবে শিশির অধিকারীর নাম প্রস্তাব করা হয়। তাঁরা তাতে আপত্তি জানান, কারণ শিশির অধিকারী তাদের এলাকার জনপ্রতিনিধি বা মন্ত্রী নন। এই টানাপোড়েন চলার ফলে মেলা আপাতত স্থগিত হয়ে গিয়েছে।
সুতাহাটা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন সদস্য আনন্দময় অধিকারী বলেন, জনমানসে তৃণমূল সরকারের কাজের সাফল্য তুলে ধরতে সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতির অনীহা থাকায় উদ্বোধন নিয়ে ওরা অযথা বিতর্ক তৈরি করছে। মেলার উদ্বোধন যিনিই করুন, এই মেলার মধ্য দিয়ে চাষীদের উৎসাহ দেওয়াই পঞ্চায়েত সমিতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। সুতাহাটার বিডিও সঞ্জয় সিকদার বলেন, ব্লকের ক্ষতিগ্রস্ত চাষিদের মাথাপিছু ১০০০ টাকা করে ক্ষতিপূরণের চেক বিলি করা শুরু হয়েছে। ব্লক ও হলদিয়া পুরসভার প্রায় সাড়ে ১৪ হাজার চাষিকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আগামী জানুয়ারি মাসে কৃষিমেলা করার চেষ্টা করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!