হিন্দু জাগরণ মঞ্চের রোষের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত জাতীয় বিনোদন বিশেষ খবর রাজ্য December 22, 2017 পদ্মাবতী সিনেমা নিয়ে দেশ জোড়া বিতর্কের পর এবার হিন্দু জাগরণ মঞ্চের রোষের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রঞ্জন ঘোষ পরিচালিত ‘রঙ বেরঙের কড়ি’ নামে এক চলচিত্রে তিনি অভিনয় করছেন। কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের দাবি ওই সিনেমায় রাম ও সীতা নামে দুটি চরিত্রের বিবাহ বিচ্ছেদ দেখানো হয়েছে। আর তাই ছবিতে কেন চরিত্রদের নামে হিন্দু দেব দেবীর নাম ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠন। আর এই নিয়ে কলকাতার সিবিএফসি দফতরের সামনে বিক্ষোভ দেখায় এই সংগঠনের সদস্য়রা। সংগঠনের তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের কাছেও লিখিত ভাবে আপত্তি জানানো হয়েছে। ভবিষ্যতে এই নিয়ে আদালতের দ্বারস্থও হতে চান তাঁরা। যদিও ছবির পরিচালক এই ক্ষোভের মুখে নতিস্বীকার করতে রাজি নন। পরিচালক রঞ্জন ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাঁর তৈরি সিনেমার সঙ্গে রামায়ণ মহাকাব্যের কোনও যোগ নেই, ফলে ছবিতে চরিত্রদের নাম পরিবর্তনের কোনো প্রশ্নও নেই। এখন দেখার এই নিয়ে বিতর্ক শেষমেশ কতদূর গড়ায়। আপনার মতামত জানান -