এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সরকারের ‘উদাসীনতায়’ আদর্শ হল না বাবুলের ‘দত্তক’ নেওয়া গ্রাম, দাবি হাততালির

রাজ্য সরকারের ‘উদাসীনতায়’ আদর্শ হল না বাবুলের ‘দত্তক’ নেওয়া গ্রাম, দাবি হাততালির


মাইথন জলাধারের ধারে অবস্থিত সালানপুর পঞ্চায়েত সমিতির আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অধীন সিধাবাড়ি গ্রাম। সাংসদ হওয়ার পর বাবুল সুপ্রিয় এই গ্রাম দত্তক নেন।পাশাপাশি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন আদর্শ গ্রাম হিসেবে একে গড়ে তুলবেন।আর তার জন্য প্রায় ১ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে মঞ্জুরও করেছিলেন বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এদিন ফের সেখানে যেতেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানাতে থেকেন।আর তা নিয়েই এদিন তিনি গ্রামবাসীদের পাশে বসিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলেন, “রাজ্য সরকারের উদাসীনতাই দায়ি। ওরা আদর্শ গ্রাম বানাতে দেয়নি।”পাশাপাশি আরো দাবি করেন যে “গ্রামের মহিলাদের দিয়ে মাছ চাষ করানোর জন্য স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করা হয়েছিল। কিন্তু, আজ সেই গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে।”তবে একেবারেই যে কোনো কাজ হয়নি তা মানতে নারাজ বাবূলবাবু। তিনি এই নিয়ে গ্রামবাসীদের বোঝান যে অনেক কাজ হয়েছে। তিনি বলেন ,“১ কোটি টাকার মধ্যে ৬০ লাখ টাকার কাজ ইতিমধ্যে হয়ে গেছে। বাকি ৪০ লাখ টাকার ফান্ড BDO-র কাছে চলে এসেছে।”এছাড়াও বলেন দুটি হাইমাস্ট লাইট,সোলার লাইট, টিউবয়েল,পিকনিক স্পটে একটি কমিউনিটি হল হয়েছে তা ছাড়া রাস্তা ঘাট উন্নত হয়েছে। শেষে তিনি দাবি করেন “প্রশাসন রাজনীতি করে অনেককিছু করতে দিল না। তবু, আমি বলব, এক কোটি টাকার কাজ শুধু সিধাবাড়ির জন্য হয়েছে। এটা কিছু কম নয়। তোমরা ইচ্ছা করলে একটু হাততালি বাজাতে পারো বাবা।” আশ্বাস দেন যে নির্বাচনের পরে বাকি কাজও তিনি করে দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!