এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতে ‘থাপ্পড়’ খেয়ে দিলীপের কর্মীসভার সভার ভিডিও পোস্ট কল্যাণের – অভিযোগ বিজেপির

আদালতে ‘থাপ্পড়’ খেয়ে দিলীপের কর্মীসভার সভার ভিডিও পোস্ট কল্যাণের – অভিযোগ বিজেপির


সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপি’র একটি কর্মীসভায় নিমন্ত্রিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানে প্রকাশ্য মঞ্চে স্থানীয় দলীয় কর্মীদের অপপ্রচারে মেজাজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে কিছু বেফাঁস কথা বলে ফেলেন তিনি। এই অনুষ্ঠানের ভিডিওটি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। মাত্র কয়েক ঘন্টায় ঐ ভিডিও টি দেখেন সাড়ে ৫ হাজার মানুষ, শেয়ার করেছেন ১৪১ জন। এই কাজের পর দিলীপ বাবুর তোপের মুখে পড়লেন এই তৃণমূল সাংসদ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দিলীপ বাবু ঐ জনসভার ঘটনা উল্লেখ করে বললেন, ”মহিলাদের বলা হয়েছিল লকেট আসছেন। কেন মিথ্যা কথা বলা হয়েছিল তা জানতে চেয়েছিলাম কর্মীদের কাছে। কিছু মন্তব্যও করেছিলাম।” এদিকে কল্যাণ বাবুর ঐদিনের ভিডিও পোস্ট নিয়ে তাঁর রুচি বোধ নিয়ে সংশয় জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি বললেন, ”ভিডিওটি দেখেছি। গোপনে ভিডিও তুলিয়ে সেটি ফেসবুকে পোস্ট করা নিম্নরুচি এবং নিম্ন রাজনীতির পরিচয়। আসলে উনি আদালতে থাপ্পড় খাচ্ছেন। তাই এসব করেছেন।” এদিকে হারতে নারাজ কল্যানবাবু বললেন, ”রাজ্য সভাপতি দলের কর্মীদের জুতো মারার কথা বলছেন। শুনলেই দিলীপবাবুর রুচি কেমন তা বোঝা যায়! উনি-ই তো সংস্কৃতি জানেন না। উনি বলছেন, সিপিএমের থেকে লোক এনে ভোটে জিতবেন।” উল্লেখ্য কল্যানবাবু তাঁর পোস্ট করা ভিডিওতে ভিডিও র প্রাপ্তি সূত্র হিসেবে দলীয় সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম উল্লেখ করেন। তাই এই ঘটনার বিষয়ে দিব্যেন্দু বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন, ”দিলীপবাবু মেজাজ হারিয়ে ওইসব মন্তব্য করেন।” এত কিছুর পরেও দিলীপ বাবু হাল না ছেড়ে বললেন, , ”একসময় ওখানে আমাদের কেউ চিনতেন না। সেখানে এখন মানুষ আমাদের কথা শোনার জন্য অপেক্ষা করেন। এটা দেখে কপালে ভাঁজ পড়েছে তৃণমূলের।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!