শত্রুঘ্ন সিনহার বাড়ি ভেঙ্গে দিল বিজেপির শরিক পরিচালিত পুরসভা জাতীয় বিশেষ খবর January 9, 2018 দীর্ঘদিন ধরেই তিনি স্বঘোষিত নরেন্দ্র মোদী বিরোধী, কিন্তু তা বলে দল ছাড়েননি। বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা দলের মধ্যে থেকেই একের পর এক তোপ দেগে গেছেন নিজের দলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আর সেই বিজেপি সাংসদেরই বাড়ির একটা বড় অংশ ভেঙে দিল বিজেপির শরিক শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন কর্মীরা। সূত্রের খবর, গত ৫ ডিসেম্বর শত্রুঘ্ন সিনহাকে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন, সেখানে জানানো হয় তাঁর জুহুর বাড়িতে বাড়িতে নাকি বেআইনিভাবে বেশ কিছুটা অংশ নির্মাণ করা হয়েছে। গত ৬ জানুয়ারী তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়, তখনো তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় পুরসভার কর্মীরা এসে একটি ঠাকুর ঘর, একটি অফিস ঘর ও একটি শৌচালয় ভেঙে দেয়। আর এই খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা যাবে না, যদি প্রধানমন্ত্রীর দলীয় সাংসদেরই এই ‘হাল’ হয় তাহলে দেশের গণতন্ত্র কতখানি বিপর্যস্ত বোঝায় যাচ্ছে। যদিও এই নিয়ে শত্রুঘ্ন সিনহার নিজের বা বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি। আপনার মতামত জানান -